শাহবাগের কর্মসূচিতে আর বিদ্যুৎ দেবে না জাদুঘর কতৃপক্ষ

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

দেশের বিভিন্ন ইস্যুতে শাহবাগ চত্বরে জাতীয় জাদুঘরের গেটের সামনে বিভিন্ন সময় নানান কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন ধরনের সংগঠন। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের সাজায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনের মাধ্যমে শাহবাগ চত্বর বেশ আলোচিত ছিল।

বিভিন্ন সংগঠনের এসকল কর্মসূচিতে আর অবৈধ বিদ্যুৎ সংযোগ দেবে না জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। আর এর কারণ হচ্ছে, শাহবাগের কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ দিলে জাদুঘরের বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার ওপর চাপ পড়ে। এমনটাই জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে শাহবাগ চত্বরে এক সমাবেশের আয়োজন করেছিল গৌরব ‘৭১ নামের একটি সংগঠন। এই কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ নিতে গেলে পাননি সংগঠনটির সদস্যরা।

এতদিন এসব কর্মসূচিতে মাইক ও সাউন্ডবক্সের জন্য বিদ্যুৎ সংযোগ নেওয়া হতো জাদুঘর থেকে। তবে এখন থেকে এটি আর হবে না। জাদুঘরের কোনো কর্মী বা সদস্য এমন কোনো কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ নিতে কাউকে সাহায্য করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মহাপরিচালক।

এ বিষয়ে জানতে চাওয়া হলে জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, এভাবে কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া অবৈধ। নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে জাদুঘরের বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার ওপর চাপ পড়ে।

মহাপরিচালক আরও জানান, গত জুনে দায়িত্ব নেওয়ার পর থেকেই এমন সংযোগ দেওয়া বন্ধ রেখেছেন তিনি। যদিও বাস্তবতা বলছে, জুনের পরেও একই স্থানে কর্মসূচি পালন করা বেশ কয়েকটি সংগঠন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। চলতি ডিসেম্বর মাসেই অন্তত দু’টি সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্র ইউনিয়ন তাদের কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন