হল বন্ধ রেখে ঢাবির ফাইনাল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত অযৌক্তিক: সাদ্দাম

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

মোঃ আল আমীন, ঢাবি প্রতিনিধিঃ হল খোলার নিশ্চয়তা না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনার্স-মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নেয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক এজিএস সাদ্দাম হোসেন। তিনি বলেছেন, এটা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন।

শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সাদ্দাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আবাসনের নিশ্চয়তা না দিয়ে শিক্ষার্থীদের চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একতরফা শিক্ষার্থী-স্বার্থ বিরোধী এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন।

তিনি বলেন, সেশনজট নিরসনকল্পে এবং বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেক্ষিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জরুরি। কিন্তু শিক্ষার্থীদের অধিকার-সুযোগ-ন্যায়ানুগ ব্যবস্থাকে প্রাধান্য না দিয়ে, মাসের মাঝখানে ১৬ দিনের নোটিশে, বাড়ি ভাড়া পাওয়ার ব্যবস্থা-আর্থিক সংস্থান কীভাবে হবে সে বিষয় না ভেবে, মেয়েরা কোথায়-কিভাবে থাকবে সে বিষয়ে দৃষ্টিপাত না করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার যুক্তিসঙ্গত কারণ নেই। অবশ্যই হলে আবাসনের নিশ্চয়তা রেখে, পর্যাপ্ত স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

সাদ্দামের পরামর্শ, একই সঙ্গে ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যাতে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় সেজন্য আবেদন করার সময় শিক্ষার্থীদের পরীক্ষাসূচীর সাথে সামঞ্জস্যপূর্ণ করে নেওয়াও প্রয়োজন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় অনার্স শেষবর্ষ ও মাস্টার্স-এর পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

 

এন.এইচ/

মন্তব্য করুন