ইসলামে মানবাধিকারের গুরুত্ব অপরিসীম: মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ইসলামে মানবাধিকারের গুরুত্ব অপরিসীম। মানুষকে জন্মগতভাবেই আল্লাহ অধিকার দিয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, পশ্চিমা বিশ্ব আজকে মানবাধিকার রক্ষার নামে নিরিহ মুসলমানদের হত্যা করে যাচ্ছে। এটি জঘণ্য অপরাধ।

আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পদক মল্লিক মু. ইশতিয়াক আল-আমিনের বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়।

No description available.

বিশেষ অতিথির বক্তক্যে প্রফেসর এমদাদ খান বলেন, ইসলামই বিশ্বকে সভ্যতা ও মানবতা শিখিয়েছে। জাতিসংঘ ঘোষণার দেড় হাজার বছর আছে রাসূল স. বিদায় হজের ভাষণে মানবাধিকারের সনদ ঘোষণা করেন।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে এসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ওয়াল্ড ওয়াইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেরস এমদাদ খান, পিসলস রাইসট প্রটেকশন সংগঠনের চেয়ারম্যান এ্যাডেভোকেট মো. মনির হোসেন, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল এ্যাড. শওকত আলী হাওলাদার।

সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকী, দফতর সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, নগর উত্তর ও দক্ষিনের নেতৃবৃন্দ।

আই.এ/

মন্তব্য করুন