

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে নিহত কিশোরের তদন্তের করে বিচারের দাবী জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত শুক্রবার রামাল্লা শহরের কাছে আল মুগাইয়ির গ্রামে ইসরায়েল সেনাদের ভূমি দখলের বিরুদ্ধে বিক্ষোভ করাকালে গুলিবিদ্ধ হন ১৫ বছর বয়সী কিশোর আলি আবু আলিয়া।
ফিলিস্তিন বিষয়ক ইউরোপীয় ইউনিয়ন এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ইসরায়েল কর্তৃপক্ষকে দ্রুত পুরো ঘটনার তদন্ত সম্পন্ন করতে হবে। অতঃপর তাদের বিচারের সম্মুখীন করতে হবে।’
ইউরোপীয় ইউনিয়ন এক টুইট বার্তায় আরো বলে, ‘আন্তর্জাতিক আইনে শিশুরা বিশেষ নিরাপত্তা পেয়ে থাকে। আর কত ফিলিস্তিনি শিশু ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কাছে নিপীড়ণের শিকার হবে?
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাতিয়াহ মর্মান্তিক ঘটনাকে দখলদারিত্বের দীর্ঘ রেকর্ডে নতুন আরেকটি অপরাধ যুক্ত হয়েছে বলে বর্ণনা দেন। এদিকে ফিলিস্তিনের হামাস এক বিবৃতিতে জানায়, এ ঘটনার মাধ্যমে ইসরায়েলের দখলদার সেনাবাহিনী নিজেদের অপরাধ সত্য হিসেবে প্রমাণিত হয়।
আই.এ/