

ইউসুফ পিয়াস:
আজ থেকে শুরু ঐতিহাসিক চরমোনাই অগ্রহায়নের মাহফিল। মাহফিলে অংশ নিতে ইতিমধ্যে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকাজুড়ে ঢল নেমেছে মুসল্লিদের।
আজ (২৭ নভেম্বর) শুক্রবার বাদ জুমা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্বাবধানে পরিচালিত ঐতিহাসিক চরমোনাই অগ্রহায়নের মাহফিলের কার্যক্রম। মাহফিল শুরুর পূর্বেই মানুষের ঢল নেমেছে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই ময়দানে, সবার অপেক্ষা আমিরুল মুজাহেদিন পীর সাহব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের।
তিনদিনব্যাপী এই মাহফিল ২৭ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শনিবার আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে।
বৃহত চরমোনাই এই অগ্রহায়ন মাহফিলে আগত মুসল্লিদের জন্য প্রস্তুত করা হয় দুইটি মাঠ। শুক্রবার মাহফিল শুরুর পূর্বেই পূর্ণ হয়ে যায় নির্দিষ্ট জায়গা সমূহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো হাজার হাজার মুসল্লি চরমোনাই অভিমুখে। বরিশাল সহ আশপাশের এলাকার মানুষজনও ভীড় করতে শুরু করছে।
আজ শুক্রবার চরমোনাই মায়দানে একসাথে জুমার নামাজ আদায় করবেন লক্ষ লক্ষ মুসল্লি। জুমার নামাজের পূর্বে গুরত্বপূর্ণ আলোচনা করবেন নায়েবে আমীরুল মুজাহেদিন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
করোনা পরিস্থিতিতে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা যায়। এবং স্বাস্থবিধি মানার জন্য বারবার মাইকে স্বরণ করিয়ে দেওয়া হচ্ছে। গঠন করা হয়েছে বিশেষ টিম । এবং প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসা টিম ।
এছাড়াও তিনি নিরাপত্তা ও সমস্যার বিষয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটি ঘোষিত মাহফিলের সার্বিক নির্দেশনাটি অনুসরন করতে বলা হয়েছে।
ওয়াইপি/পাবলিক ভয়েস