বঙ্গবন্ধুর মাগফেরাতে আল্লাহর নামের স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে গণসমাবেশ

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

ইউসুফ পিয়াস:  ভাস্কার্যের নামে মূর্তি স্থাপনের পরিবর্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় আল্লাহর ৯৯ নাম অঙ্কিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে আজ ঢাকায় গণসমাবেশ করবেন তৌহিদি জনতা ঐক্য পরিষদ।

পূর্ব ঘোষিত অনুযায়ী ধোলাইপাড় চত্বরে প্রোগ্রাম হওয়ার কথা থাকলেও প্রশাসনিক জটিলতায় প্রোগ্রাম ধুপখোলা মাঠে স্থানান্তর করে ওলামায়ে কেরাম। শুক্রবার বাদ জুমা রাজধানী ধুপখোলা মাঠেই অনুষ্ঠিত হবে আজকের মূর্তিবিরোধী গণসমাবেশ।

গণসমাবেশে সভাপতিত্ব করবেন তৌহিদি জনতা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

এর আগে এক বিবৃতিতে ওলামায়ে কেরাম বলেন, মূর্তি মুসলমানের কোন সংস্কৃতি নয়, এটা বিজাতীয় সংস্কৃতি। যুগে যুগে সকল নবী ও রাসূলগণ মূর্তি ধ্বংস করে একত্ববাদ প্রতিষ্ঠা করতে দুনিয়ায় এসেছিলেন। কাজেই মুসলমানরা এধরণের কোন সংস্কৃতি লালন করতে পারে না। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দৃষ্টিনন্দন মিনার বা স্মৃতিস্তম্ভ দেখা যায়।

তারা আরো বলেন, কোন ব্যক্তিকে যদি স্মরণ করতে হয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ফলক বা স্মৃতিস্তম্ভ দেখা যায়। কোরআন খচিত স্তম্ভ, মিনার খচিত স্তম্ভ, আল্লাহর নিরানব্বই নাম সম্বলিত মিনার ইত্যাদি স্থাপনের মাধ্যমে স্মরণ করা যায়। কিন্তু মূর্তি বানিয়ে স্মরণ করা শরীয়াহ’র সাথে সাংঘর্ষিক। তাই মসজিদের এই নগরীকে মূর্তির নগরী হিসেবে প্রতিষ্ঠার কোন পদক্ষেপ ভাল ফল বয়ে আনবে না। এতে অকল্যাণ হবে, দেশে ভয়াবহ আজ-গজব শুরু হওয়ার সম্ভাবনা আছে।

 আজকের গণসমাবেশ সফল করার জন্য তাওহিদী জনতার প্রতি আহ্বান জানান।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন