

নাগর্নো-কারাবাখ শান্তি চুক্তি পর্যবেক্ষণ করতে তুর্কি-রাশিয়ার একটি যৌথ কেন্দ্রের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় গ্রুপের এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই চুক্তির কারণেই আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার কয়েক সপ্তাহের সশস্ত্র সংঘাতের অবসান ঘটেছে। এখন ওই অঞ্চলে চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে রাশিয়ার সঙ্গে তুরস্কও শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে।
সমঝোতা স্মারকটি আজ সকালে স্বাক্ষরিত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আওতায় আর্মেনিয়ার দখল থেকে মুক্ত হওয়া এলাকাগুলো আজারবাইজানীয় অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই চুক্তির মাধ্যমে দীর্ঘ ২৮ বছর ধরে দখলে থাকা আজারবাইজানীয় এবং কারাবাখের ভূমি মুক্ত হবে।
মঙ্গলবারের রাশিয়া-দালাল শান্তি চুক্তির নিবন্ধের উল্লেখ করে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, আজারবাইজান এবং স্বায়ত্তশাসিত নাখিচেভান অঞ্চলকে সংযুক্ত করার জন্য একটি রাস্তা তৈরি করা হবে।
এ সময় আর্মেনিয়ার দখলে থাকা অঞ্চলগুলো মুক্ত করার জন্য আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আজারবাইজানীয় জনগণকে অভিনন্দন জানান বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই মুসলিম নেতা।
আই.এ/