

নাগর্নো-কারাবাখ ইস্যুতে সম্প্রতি প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর বিচ্ছিন্নতাবাদীদের দখল থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে আজারি সেনারা।
এর ধারাবাহিকতায় এবার গুরুত্বপূর্ণ শহর শুশা দখলমুক্ত করেছে তারা। এর ফলে দীর্ঘ ২৮ বছর পর শুশায় আযানের ধ্বনি শোনা যাবে বলে জানা গেছে।
তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, আর্মেনিয়ার সেনাবাহিনী সমর্থিত ওই বিচ্ছিন্নতাবাদীদের দখল থেকে রোববার কারাবাখের দ্বিতীয় এ শহরটি মুক্ত করার পরই এমন ঘোষণা দেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
আজারি প্রেসিডেন্ট দেশটির রাজধানী বাকুতে শহীদদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, কারাবাখ যে ঐতিহাসিকভাবে আজারবাইজানের অঞ্চল, সেটা আমরা বিশ্বকে প্রমাণ করে দেব। দীর্ঘ বছর পর সেখানে এখন আযানের ধ্বনি উচ্চারিত হবে।
ইলহাম আলিয়েভ বলেন, ধারাবাহিকভাবে আমরা জয়ের বন্দরের দিকে অগ্রসর হচ্ছি। আর্মেনিয়া সরকার যদি আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমরা এর শেষ দেখে ছাড়বো।
এর আগেও তিনি যুদ্ধের শেষ দেখার কথা বলেন। তার ওই বক্তব্যের জবাবে আর্মেনিয়া জানায়, তারাও শেষ পর্যন্ত প্রতিরোধ করে যাবে।
প্রসঙ্গত, শুশা শহরটি ১৯৯২ সালের ৮ মে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে যায়। আপার কারাবাখ অঞ্চলের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর এটি। এর পর থেকেই সেখানে আজান বন্ধ রয়েছে।
আই.এ/