রাজধানীতে ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক পুলিশ

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানার এএসআই আজিজকে ১৪৮ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১০।

রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ মো. আজিজ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন।

রবিবার (৮ নভেম্বর) তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব-১০। রাতে এএসআই আজিজকে গেন্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতে গ্রেফতার এএসআই আজিজকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন