ভ্যাকসিন নিলেন আমিরাতের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। এক প্রতিবেদনে এখবর দিয়েছে আল আরাবিয়া।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) করোনার টিকা গ্রহণ করে এক টুইট বার্তায় তা নিশ্চিত করেন শেখ মুহম্মদ।

টুইট বার্তায় শেখ মুহাম্মদ জানান, ‘আমরা সবার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করি। আরব আমিরাতে ভ্যাকসিন সহজলভ্য করতে কাজ করা সবাইকে আমরা অভিনন্দ জানাই। আরব আমিরাতের ভবিষ্যত উজ্জ্বল।’

চীন ভিত্তিক টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মার তৈরি ভ্যাকসিনের ক্লিনিকেল ট্রায়াল সফলভাবে তৃতীয় ও সর্বশেষ ট্রায়াল সম্পন্ন হওয়ার পথে। সম্প্রতি করোনায় আক্রান্তদের চিকিৎসায় থাকা সম্মুখ সারির যোদ্ধাদের জন্য করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় আমিরাত সরকার।

উল্লেখ্য, করোনার ভ্যাকসিন গ্রহণ করে ট্রায়ালে অংশগ্রহণ করেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীপরিষদ বিষয়ক মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

জনহপকিংক্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান মতে, সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্ত হয় এক লাখ ৩৫ হাজার ১৪১জন এবং মারা যায় ৪৯৭জন।

আই.এ/

মন্তব্য করুন