মিসিগানে বিজয়ী হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

মার্কিন কংগ্রেস প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। ডেমোক্র্যাটিক পার্টি থেকে তালেব মিসিগান অঙ্গরাজ্যের একটি আসন থেকে বিজয়ী হয়েছেন। ২০০৮ সালে তিনি প্রথম মুসলিম নারী হিসাবে মিসিগানে রাজ্য পরিষদে নির্বাচিত হয়েছিলেন।

মিডল ইস্ট আই জানিয়েছে, মিসিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা। জয়ের পর রাশিদা তালিব জানিয়েছেন, কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে তিনি কোভিড-১৯ রোধে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন এবং ফিলিস্তিনের মানবাধিকারের প্রতি চাপ অব্যাহত রাখবেন।

৪২ বছরের তালিব ১৪ ভাইবোনের মধ্যে সবচেয়ে বড়। তার জন্ম ঐ রাজ্যেরই রাজধানী শহর ডেট্রয়েটের দরিদ্র, খেটে খাওয়া এক অভিবাসী ফিলিস্তিনি পরিবারে। তিনি জানান, মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ করা সহ প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু রীতির বিরোধিতা করার জন্যই তিনি কংগ্রেস নির্বাচনের দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এবিসি টিভিকে তালিব বলেন, ‘ইতিহাস রচনার জন্য আমি নির্বাচন করিনি। আমি অবিচার বন্ধের জন্য নির্বাচন করেছি। আমাদের ছেলেদের জন্য করেছি যাদের মনে তাদের মুসলিম পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে, তারা বুঝতে পারছে না তাদের অবস্থান কোথায়। আমি কখনই দূরে দাঁড়িয়ে দেখার মানুষ নই।’

ডেট্রয়েটের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকাগুলোতে রাশিদা নিজেকে শ্রমিক শ্রেণীর অধিকারের প্রতিভূ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় রিপাবলিকানদের একটি নির্বাচনী সভায় ঢুকে মুখের ওপর ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা শুরু করনে তালিব। তখন তাকে জোর করে সেখান থেকে বের করে দেওয়া হয়।

আই.এ/

মন্তব্য করুন