জীবন যাপন কঠিন হওয়ায় সিরিয়ায় ব্যাপকহারে বেড়েছে আত্মহত্যা

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস

২০২০ সালে সিরিয়ায় দেশটির সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও সরকার বিরোধী উভয় অঞ্চলে  উল্লেখযোগ্যহারে বেড়েছে আত্মহত্যা। আরব পোস্টের বরাত দিয়ে এখবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

বিভিন্ন সংস্থানের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যা প্রবণতার কারণ হল, জীবন-যাপনের কঠিন পরিস্থিতি, মানসিক অসুস্থতা বৃদ্ধি ও সামাজিক সমস্যা।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের মানবাধিকার কর্মী মুয়াদ আল-হুসেন বলেছেন, বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত ইদলিব ও সীমান্তের শিবিরগুলোতে ১৮ টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আল-হুসেন আরও বলেন, বেশিরভাগ আত্মহত্যা মানসিকভাবে ভেঙে পড়া ও পারিবারিক সহিংসতার কারণে ঘটেছে। এটা মূলত লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বা আপত্তিজনক দাম্পত্য সম্পর্ক যা মহিলাদের তাদের জীবন শেষ করে দেওয়ার দিকে নিয়ে যায়।

ইদলিবের ত্রাণকর্মী বকর হামিদি বলেছেন, মানবিক ও চিকিৎসা সংস্থাগুলোর মানসিক অসুস্থতা সম্পর্কে চূড়ান্তভাবে জনগণকে সচেতন করা উচিত। যে অসুস্থতা মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের সুযোগ তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর দামেস্কের একটি মেডিকেল কর্মচারি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ১৩২টি আত্মহত্যা ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ৮২ জনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গুলি চালানো, বিষ প্রয়োগে ও উঁচু স্থান থেকে ঝাঁপিয়ে পড়ে মৃত্যু হলে এগুলোকে আত্মহত্যা বলে গণ্য করা হয়।

২০২০ সালে আলেপ্পোতে ৩৩ জন আত্মহত্যা করেছেন। যাদের মধ্যে আট জন নারী। দামেস্কে আত্মহত্যার ঘটনা ঘটেছে ২৭টি।

মিডল ইস্ট মনিটর থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

মন্তব্য করুন