ইন্দোনেশিয়ায় ফরাসি দূতাবাস ঘিরে নারী-পুরুষের বিশাল বিক্ষোভ

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

ইসমাঈল আযহার: ফ্রান্সে রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ফরাসি দূতাবাসের সামনে সোমবার (২ নভেম্বর) দেশটির বেশ কয়েকটি ইসলামী সংগঠনের হাজার হাজার নারী-পুরুষসহ দেশটির সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করেছে। এ খবর দিয়েছে কাউন্ট জাকার্তা ও জাকার্তা পোস্ট।

খবরে বলা হয়, এ সময় বিক্ষোভকারীদের ফ্রান্সবিরোধী বিভিন্ন স্লোগান উত্তাল হয় দূতাবাস এলাকা। বিক্ষোভকারীরা  ফ্রান্স ও দেশটির পণ্য বয়কট করার আহ্বান জানান।

উল্লেখ্য, মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এক মুসলিম শিক্ষার্থী কর্তৃক একজন অসভ্য ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ওই ঘটনার পর অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। জানানো হয় তুমুল প্রতিবাদ।

আই.এ/

মন্তব্য করুন