

কোভিড মন্দা কাটিয়ে উঠতে পর্যটন ও বিনিয়োগকে উৎসাহিত করতে দেশটি এ উদ্যোগ নিয়েছে। ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিক্স এন্ড ইনফরমেশন বললে দেশটিতে বিমান যাতায়াত ৬৪ শতাংশ হ্রাস পাওয়ার পর বিনা ভিসায় দেশটি ভ্রমণের সুযোগ দেয়া হচ্ছে। খবর গালফ নিউজের।
কোভিডের কারণে ভিসা প্রদান বন্ধ করার পর এধরনের বিনা ভিসায় ফের ওমানে পর্যটক ও আর্থিক কর্মকাণ্ড বাড়বে বলেই আশা করছে দেশটির সরকার।
তবে ১’শ দেশের তালিকা এখনো প্রকাশ করেনি ওমান সরকার। খুব শীঘ্রই তা প্রকাশ হবে বলে সংশ্লিষ্ট ওমান কর্তৃপক্ষ জানিয়েছে। ওমানের কর্মকর্তা বলছেন বিদেশি পর্যটক ফের ভ্রমণে আসবেন এবং বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে যে মন্দা চলছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
বর্তমানে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব ও কুয়েতের নাগরিকদের ওমান ভ্রমণে কোনো ভিসা প্রয়োজন হয় না। গত অক্টোবর থেকে ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু করেছে ওমান।
এ দুটি দেশ বাণিজ্যিক বিমান সহ ফ্লাইট সংখ্যা দ্রুত বৃদ্ধি করতে সম্মত হয়েছে। গত আগস্ট পর্যন্ত ওমানে আন্তর্জাতিক বিমান যাত্রী ৬৮.৬ ও ট্রানজিট যাত্রী হ্রাস পেয়েছে ৬৮.১ শতাংশ। অভ্যন্তরীণ ফ্লাইটেও ওমানে যাত্রী হ্রাস পেয়েছে ৬৫ শতাংশ।
একই সঙ্গে হোটেলে পর্যটক হ্রাস পেয়েছে গত বছরের তুলনায় ৭৬ শতাংশ। তবে গত সেপ্টেম্বরে ওমানের হোটেলগুলোতে ৭৫ হাজার ১৮০ জন পর্যটক এসেছেন যা এর আগের দুইমাসে ছিল ২২ হাজার।
আই.এ/