

ইউসুফ পিয়াস: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার ফেসবুক ও টুইটার বার্তায় বলেন,‘অতীতের গণহত্যার কারণে লাখ লাখ ফরাসিকে হত্যা করার অধিকার মুসলমানদের আছে । মুহুর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আন্তর্জাতিক গণমধ্যমে ছড়িয়ে পড়ে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফরাসিকে নিয়ে মাহাথিরের এ বার্তা মুছে দিয়েছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ।
মাহাথির তার টুইট বার্তায় লিখেন, ‘‘অতীতের গণহত্যার জন্য মুসলমানদের ক্ষুব্ধ হওয়ার এবং লাখো ফরাসিকে হত্যা করার অধিকার আছে। কিন্তু বেশিরভাগ মুসলমান প্রতিশোধ নিতে ‘চোখের বদলে চোখ’ উপড়ে নেওয়ার আইন প্র্রয়োগ করে না। মুসলমানরা এটা করে না। তাই ফরাসিদের এটা করা উচিত হবে না।
‘‘যেহেতু আপনারা একজন ক্রুদ্ধ ব্যক্তি কী করেছেন সেটার জন্য সব মুসলমান ও মুসলমানদের ধর্মের উপর দোষ চাপিয়ে যাচ্ছেন, তাই মুসলমানদেরও ফরাসিদের শাস্তি দেওয়ার অধিকার আছে।”
উল্লেখ্য: সম্প্রতি মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন প্রকাশ করেছিল শার্লি এবদো। এর প্রতিবাদে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। প্রতিবাদের ঝড় বয়ে যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে।
ওয়াইপি/পাবলিক ভয়েস