
আব্দুল্লাহ জোবায়ের প্রতিনিধি ময়মনসিংহ জেলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যা দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক উপজেলার পাট বাজার হতে বিক্ষোভ সমাবেশটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে আলোচনা সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় ।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি হাদিউল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মুফতি তোফায়েল আহমেদ নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম মন্ডল, সদস্য আহমদ আলী, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক আরশাদুল হক, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদ, ইসলামী যুব আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি নূর মোহাম্মদ ফারুকী, ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।

