তালেবানের হামলায় ২০ আফগান সেনা নিহত; একদিনে ২৪ প্রদেশে হামলা

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

ইসমাঈল আযহার: আফগানিস্তানের নিমরোজ প্রদেশে তালেবানের হামলায় দেশটির ন্যাশনাল আর্মি (এএনএ)-এর অন্তত ২০ জন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হামলা চালায় তালেবান। নিমরোজ প্রদেশের খাসরোদ জেলা-শাসক জলিল আহমদের বরাতে এখন দিয়েছে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিইজ।

জলিল আহমদ জানান, এসময় আরও ছয়জন সেনাকে জিম্মি করে তালেবানরা। তিনি হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানান নি।

সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত হামলার ছবিগুলোতে দেখা গেছে, কিছু সেনাকে তালেবানরা জিম্মি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

খবরে বলা হয়, দোহায় চলমান শান্তি আলোচনার মধ্যে তালেবানরা দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানরা গত ২৪ ঘণ্টার মধ্যে তখর, হেলমান্দ, উরুজগান, কুন্দুজ, বাঘলান, লঘ্মান, পাকতিকা, গজনী, লোগার, ময়দান যাদুঘর, কান্দাহার, জাবুল, হেরত, ফারাহ, বাঘগিস, ফরিয়াব, সর-ই-পুল ও বাদখশান সহ ২৪ টি প্রদেশে আক্রমণ চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতে তাখার প্রদেশে আফগান বিমানবাহিনীর একটি হামলায় তালেবানের বেশ কয়েকজন কমান্ডারসহ ১২ জনকে হত্যা করা হয়েছে। এর আগে সোমবার তালেবানের হাতে দেশটির বেশ কয়েকজন পুলিশ নিহতের প্রতিশোধে হাজারা কার্লুক গ্রামে ওই হামলা চালানো হয়।

তোলো নিউজ থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

আই.এ/

মন্তব্য করুন