সালাম নিয়ে বিরূপ মন্তব্য : সালাম দিয়েই প্রতিবাদ

সালাম নিয়ে বিরূপ মন্তব্য : সালাম দিয়েই প্রতিবাদ

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

হঠাত করে সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক ভরে উঠেছে ‘আসসালামু আলাইকুম’ ও আল্লাহ হাফেজের শব্দে। যার যার প্রোফাইল থেকে সবাই-ই ইসলামের সাক্ষাৎ ও বিদায়ের সাথে সম্পর্কিত এ বাক্য দুটি লিখছে এবং একে অপরকে অভিবাদন জানাচ্ছে।

এর কারণ খুঁজতে গিয়ে পাওয়া গেছে এক মজার ও ভিন্ন ধরণের ঘটনা। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক জিয়া রহমান একটি টিভি টক-শো তে, সঠিক উচ্চারণে, শুদ্ধভাবে সালাম দেওয়া এবং কথার শেষে ‘খোদা হাফেজ’ এর জায়গায় আল্লাহ হাফেজ বলা এসব জঙ্গীবাদ বা উগ্রতার আলামত।

ওই টক-শোতে তথাকথিত জঙ্গীবাদ বিরোধি আলোচনা করতে গিয়ে তিনি বর্তমান সময়ের মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা ‘স্লামালাইকুম’ না বলে সঠিক উচ্চারণে ‘আসসালামু আলাইকুম’ বলছে এবং ‘খোদা হাফেজ’ এর পরিবর্তে ‘আল্লাহ হাফেজ’ বলছে যা জঙ্গীবাদ ইস্যুতে উদ্বেগের কারণ।

এমন আপত্তিকর এবং ইসলামের গুরুত্বপূর্ণ একটি অনুসঙ্গ নিয়ে বিরুপ মন্তব্যের ব্যাপক ও ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্টরা। তারা সকলেই শুদ্ধ উচ্চারণে সালাম লিখছেন এবং খোদা হাফেজ লিখে প্রতিবাদ প্রকাশ করছেন।

এছাড়াও টিভি-টকশোগুলোতে এভাবে ইসলামের বিভিন্ন অনুসঙ্গ নিয়ে প্রায়ই যারা বিতর্ক তৈরি করেন এবং কার্যত ইসলামকে ছোট করেন তাদের প্রতি নিন্দাও প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্টরা।

পরিচিত ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ বলেন – আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একজন শিক্ষক বিশুদ্ধ উচ্চারণ করতে বলবেন এমনটাইতো স্বাভাবিক ছিলো। কিন্তু না। ঢাবি শিক্ষক জিয়া রহমানের মতে শুদ্ধ উচ্চারণে সালাম দেওয়া এবং আল্লাহ হাফেজ বলাও নাকি জঙ্গিবাদ! কবে না জানি শুনতে হয় যে, মুসলিম পরিচয় দেওয়াটাও জঙ্গিবাদ!

মাহফিল তো মাঠের প্রোগ্রাম। সেই মাঠের প্রোগ্রামের ভুল নিয়ে টিভি গরম করা মিডিয়ার কাছে ডিবিসি নিউজের মতো একটা নিউজ চ্যানেলে বসে একজন ঢাবি শিক্ষকের মুর্খতা বা ইসলাম বিদ্বেষের কী ব্যখ্যা আছে?

একজন ঢাবি শিক্ষক এমন মুর্খতাসূলভ উক্তি করতে পারেন ভাবতেই অবাক লাগছে। পরিকল্পিত ইসলাম বিদ্বেষ ছড়ানো চ্যানেলগুলোর মুখোশ সম্ভবতঃ খুব দ্রুতই উম্মোচিত হয়ে যাচ্ছে। বাই দ্যা ওয়ে, সবাই বিশুদ্ধ উচ্চারণে সালাম দিবেন।

মন্তব্য করুন