রাত পোহালেই ঢাকা ০৫ আসনে উপনির্বাচন , ভোটারদের নেই আগ্রহ

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

ইউসুফ পিয়াস:  রাত পোহালেই  আগামীকাল (১৭ অক্টোবর) ঢাকা ০৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু এবং বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

এই উপ নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হয়েছে কিন্তু নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের অনাগ্রহ বিশেষ করে এই উপ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনাটাই রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন।

গত কয়েকটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অনেক কম এবং এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। তবে নির্বাচনী প্রচার প্রচারণায় নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ঢাকা ০৫ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেছেন এবং সবার কাছে ভোট চেয়েছেন। তবে গণসংযোগে বাধা প্রদানের  অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ।

তিনি জানান, বিভিন্ন জায়গায় তার নির্বাচনী প্রচারণায় পুলিশি বাধা এবং হয়রানির শিকার হয়েছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা ।

ঢাকা ০৫ আসন উপ-নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ভোটের উচ্ছ্বাস থাকলেও আনন্দ নেই সাধারণ ভোটারদের মাঝে। ক্রমান্বয়ে সাধারণ ভোটারগণ মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটের রাজনীতি থেকে আগামীকালকে নির্বাচনে দুই দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা।

উল্লেখ্য, গত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা ০৫ আসন শূন্য হওয়ার কারণে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কাজী মনিরুল ইসলাম মনি এবং বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন সালাউদ্দিন আহমেদ।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন