

প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল বুধবার ফের শুরু হয়েছে তালেবান ও আফগান সরকারের মধ্যাকার শান্তিচুক্তি প্রতিষ্ঠার আলোচনা।
গতকাল সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষের প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আফগান সরকার প্রতিনিধি দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে নাদের নাদরি।
বৈঠকে উভয় পক্ষের মধ্যাকার বিতর্কিত বিষয়গুলির সমাধানের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং জোর দেওয়া হয় যে উভয় পক্ষের যোগাযোগে ও আলোচনার ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব বিতর্কিত বিষয়গুলির সমাধান করা উচিত।
তালেবানের পক্ষ থেকেও নতুন করে শুরু হওয়া আলোচনার বিষয়টি নিশ্চিত করে দোহায় থাকা তালিবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেন, ‘দুই পক্ষের মধ্যে বিতর্কিত ও মতপার্থগত পয়েন্টগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এবং দু পক্ষের যোগাযোগের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব বিরোধগুলো সমাধানের জন্য আলোচনা করা হয়েছে।
গত প্রায় দুই সপ্তাহ আগে তালেবানের কিছু শর্ত না মানার কারণে তালেবান আফগান সরকারের সাথে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নয় জানানোর পর আফগানিস্তান সরকারের প্রতিনিধিত্বকারীরা আলোচনা ফের শুরু করার বিষয়ে নতুন পরামর্শ দিয়েছে বলে আগে জানা গিয়েছে।, বুধবার আফগান প্রতিনিধি দলের সূত্র বিষয়টি জানিয়েছে।
গত প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পরে, আফগান সরকার ও তালেবানের মধ্যে যোগাযোগের মাধ্যমে সোমবার তাদের বৈঠক পুনরায় আনুষ্ঠানিকভাবে শুরু করার বিষয়ে কথা হয়। এর আগে সাম্প্রতিক বৈঠকটগুলো কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছিল।
আফগান সরকারের আলোচনাকারী দলের সদস্য ফওজিয়া কওফি বলেছেন, “প্রতিদিন আফগান জনগণের দুর্দশার বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা দরকার,”
কাতার থেকে প্রাপ্ত একটি সূত্র জানিয়েছে, আলোচনার কাঠামোর অংশ হতে মার্কিন-তালেবান চুক্তির পাশাপাশি আলোচনায় মার্কিন সুরক্ষা কাউন্সিলের প্রস্তাবকে যুক্ত করা হচ্ছে। রেজুলেশনটি তালেবানের ইসলামী আমিরাতকে স্বীকৃতি দেয় না এবং আফগানিস্তানের সরকার হিসাবে প্রজাতন্ত্রের কথা উল্লেখ করেছে।
তালিবানরা বিকল্প ও ইউএন সুরক্ষা কাউন্সিলের রেজোলিউশন সম্পর্কে কিছুই বলেনি। তবে তালেবান জোর দিয়ে বলেছেন যে মার্কিন-তালেবান শান্তি চুক্তিকে মূল চুক্তি হিসাবে বিবেচনা না করে, আন্তঃ-আফগান আলোচনার কোনও অর্থ হবে না।
আফগানিস্তান সরকার এবং তালেবানদের মধ্যে শান্তি আলোচনা ১২ ই সেপ্টেম্বর শুরু হয়েছে; তবে, এখনও পর্যন্ত, আলোচনার পদ্ধতিগত বিধি সম্পর্কে মতবিরোধের কারণে সরাসরি সিদ্ধান্তগ্রহণমূলক আলোচনা শুরু হয়নি।
আলোচনার ধর্মীয় ভিত্তি এবং আলোচনার সাথে মার্কিন-তালেবান চুক্তির সংযোগের অন্তর্ভুক্ত দুটি দলের মধ্যে বিভেদ কাটিয়ে উঠতে আরও পরামর্শ দেওয়া হয়েছে।
আই.এ/