আর্মেনিয়ার লাগাম টেনে ধরতে বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছে তুরস্ক

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

গত পরশু শনিবার আজারবাইন-আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি সংগঠিত হওয়ার পরও নাগরণো-কারাবাখ অঞ্চলে রোববার ফের আর্মেনিয়ার হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক।

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, “আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন আর্মেনিয়ার বিরুদ্ধে বক্তব্য রাখা উচিত।”

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রনালয় টুইট করে জানিয়েছে, “মানবতাবিরোধী যুদ্ধাপরাধ এবং অপরাধ সংঘঠিত করে এখন আর্মেনিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে,” “এমনকি যুদ্ধবিরতি চলাকালীন সময়েও আর্মেনিয়া নাগরণো-কারবাখ অঞ্চলের বেসামরিক বসতিগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে।”

আজারবাইজান রবিবার বলেছে যে দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে আর্মেনিয়ান সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন বেসামরিক লোক মারা গিয়েছিল, উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরই এই হামলা চালিয়েছে আর্মেনিয়া।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে লিখেছে, “আঞ্চলিক বাহিনী দ্বারা গঞ্জার আবাসিক এলাকায় আর্মেনিয়ান বাহিনীর নতুন ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নয়জন মারা গেছেন এবং ৩৪ জন আহত হয়েছে।”

অথচ গত শনিবার রাশিয়ার মস্কোতে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি দুই দেশের মধ্যে গত দুই সপ্তাহ ধরে চলমান লড়াই বন্ধ করে দিয়েছিলো। শনিবার দুপুরে এটি কার্যকর হয় এবং মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রী দ্বারা অনুমোদিত হয়।

আজারবাইজান-আর্মেনিয়ার দীর্ঘমেয়াদী শত্রুতার মধ্যে সংঘর্ষের পরে গত মাসের শেষদিকে আজারবাইজানের অবৈধভাবে দখলকৃত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এই ভয়াবহ লড়াইয়ে শতাধিক নিহত এবং হাজার হাজার বাস্তুচ্যুত হয়।

মন্তব্য করুন