

ভারতের উড়িষ্যা রাজ্যের একটি গ্রামে ১৫ বছরের একজন কিশোরীকে তার বাবা জোরপূর্বক লাগাতার ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ দায়ের করা হয়েছে। শেষ বারের মত গত মঙ্গলবার রাতে রাজ্যের কেন্দ্রপাড়া জেলায় ঘটনাটি ঘটে। বুধবার বিষয়টি থানায় আসে এবং শুক্রবার গণমাধ্যমে আসে।
একটি ভারতীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভুক্তভোগী অভিযোগ করতে নিকটস্থ থানায় গিয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন যে তার বাবা দেবরাজ দালাই নামে এক ট্রাক চালক তাকে ইচ্ছের বিরুদ্ধে জোর করে ধর্ষণ করেছে। বিষয়টির প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেছে।
ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
৪৫ বছর বয়সী তার বাবা কারও কাছে বিষয়টি প্রকাশ করলে তাকে মারধরসহ হত্যা করার মতো মারাত্মক পরিণতির হুমকিও দিয়েছিল।
অভিযুক্তের চার ছেলে ও তিন মেয়ে রয়েছে এবং ভুক্তভোগী হলেন সবচেয়ে বড়।
কেন্দ্রপাড়া পুলিশ আধিকারিক জানিয়েছেন যে তারা অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা এবং পোকসো (যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা) আইনের অধীনে প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করেছিলেন।
পুলিশ ভুক্তভোগিকে জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্যও পাঠিয়েছিল।
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি, কারণ সে অপরাধ করার পরে সে গ্রাম থেকে পালিয়ে গেছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, তাকে গ্রেপ্তারের জন্য বেশ কিছু প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।