ফ্রান্স প্রেসিডেন্টের ইসলাম নিয়ে বক্তব্য চরম ‘অভদ্রতা’ : এরদোগান

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

“ইসলাম সংকটে পড়েছে” উল্যেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দেয়া বক্তব্য চরম অভদ্র উল্যেখ করে বলেছেন, “মুসলমানদের উপর হামলা করা ও তাদের ব্যর্থতা আড়াল করার জন্য ইউরোপীয় রাজনীতিবিদদের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে ইসলামের সমালোচনা করা”

তুরস্কের রাষ্ট্রপতি মঙ্গলবার আরও বলেছেন, ফরাসী রাষ্ট্রপতির ইসলাম সম্পর্কে সাম্প্রতিক দাবী ও মন্তব্য বিপজ্জনক উস্কানির কারণ। “ইসলাম সংকটে পড়েছে” এমন একটি বক্তব্য তিনি এমন একটি শহরে দিয়েছেন যেখানে মুসলমানদের প্রতি তার ধারণা অসম্মান পর্যায়ে চলে যায় এবং এটি একটি স্পষ্ট উস্কানি,”

রিসেপ তাইয়িপ এরদোগান তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি মসজিদে ধর্মীয় লোকদের এক সমাবেশে এসব কথা বলেছেন। খবর আনাদুলুর।

এরদোগান বলেছেন, কিছু প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এখন মুসলমানদের সমালোচনা করার এই সস্তা নীতিটি অবলম্বন করছেন, যা পূর্বে ফ্যাসিবাদী গোষ্ঠী ভোট গ্রহণের জন্য ব্যবহার করত।

তিনি আরও যোগ করেন, “ইউরোপীয় নেতারা যারা ঘরোয়া রাজনীতিতে আটকে থাকেন এবং বৈদেশিক নীতিতে ব্যর্থ হন তারা ইসলামকে লক্ষ্য করে তাদের মন্তব্য করে ব্যর্থতা ঢাকার চেষ্টা করেন”।

তিনি আরও বলেন – “আসলে, ম্যাঁক্রো ইসলামী বিশ্বের সঙ্কট নিয়ে কথা বলে ফ্রান্স ও ফরাসী সমাজ যে সংকট মোকাবিলা করছে তা আড়াল করতে চায়। এটা বোঝা গেছে যে আইনের মাধ্যমে উগ্রবাদকে মোকাবেলা করার সাথে সাথে মূল উদ্দেশ্য ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করা নয়, বরং ইসলাম ও মুসলমানদের প্রতি ঘৃণা করা, “এরদোগান জোর দিয়েছিলেন।

তিনি বলেন – “যারা বর্ণবাদ এবং ইসলামফোবিয়ায় ভোগেন তারাই তাদের সমাজকে ক্ষতিগ্রস্থ করেন”।

মন্তব্য করুন