দেশে আরও ২৭ জনের মৃত্যু; শনাক্ত ১৪৪২, সুস্থ ১৫২৬

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (৫ অক্টোবর) সারাদেশ থেকে ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৭৬৭ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ১ হাজার ৪৩১ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন। মোট মারা গেছেন ৫৩৭৫ জন।

মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৭৬ দশমিক ৫১ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও নারী ১০ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জন ও বাড়িতে মারা গেছেন দুইজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১৫৫ জন (৭৭ দশমিক ৩০ শতাংশ) ও নারী এক হাজার ২২০ জন (২২ দশমিক ৭০ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৭ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন।

বিভাগ অনুযায়ী, ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন এবং বরিশাল একজন রয়েছেন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

আই.এ/

মন্তব্য করুন