

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল এ খবর প্রকাশিত হলে তাদের দ্রুত সুস্থতা কামনা করে একটি বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
এ কথা জানিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও মেলানিয়ার প্রতি সহানুভূতি জানিয়ে কিম আন্তরিকভাবে প্রত্যাশা করছেন, তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। উষ্ণ শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেছেন, তারা নিশ্চিতভাবেই করোনাকে জয় করতে পাবেন।
বিশেষ বার্তাটি কীভাবে ট্রাম্পের কাছে পাঠানো হয়, সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। এর জবাবে ট্রাম্প প্রশাসনেরও কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে করোনা আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তারা আরোগ্য লাভ করে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
গতকাল শুক্রবার টুইটারে দেয়া এক বার্তায় সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন ট্রাম্প নিজেই। এরপর হাসপাতালের কোয়ারেন্টাইনে থেকে আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি খুবই ভালো বোধ করছি। ব্যাপক সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এমএম/পাবলিকভয়েস