

কওমী মাদরাসাসমূহের সর্বোচ্চ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর চলমান সংকট নিরসনে কওমী কল্যাণ পরিষদের ব্যানারে ফুযালায়ে দারুল উলুম দেওবন্দের ব্যবস্থাপনায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ ১ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার বি এম মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবু জাফর কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তাগণ বেফাকের চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ন বক্তব্য রেখছেন।
সম্মেলন থেকে বেফাকের বর্তমান সংকট নিরসনে ১২ দফা প্রস্তাবনা পেশ করা হয়েছে।
সকলের বক্তব্যের সমন্বয়ে সম্মেলন থেকে ১২ দফা প্রস্তাবণা পেশ করা হয়েছে। চলমান সঙ্কট উত্তরণে করণীয়’ শীর্ষক ওলামায়ে সম্মেলনের ঘোষণা সমূহ।
১. সকল কার্যক্রম পরিচালনায় বিদ্যমান গঠনতন্ত্র যথাযথ অনুসরণ করতে হবে।
২. বেফাক একটি জাতীয় প্রতিষ্ঠান অতএব বিভাগের সভাপতি ও মহাসচিব অবশ্যই অরাজনৈতিক ব্যক্তিত্ব হতে হবে।
৩. যেহেতু বেফাক একটি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান অতএব সবাইকে ধারণ করে সাথে নিয়ে চলতে পারেন, এমন একজনকে সভাপতি নির্বাচিত করতে হবে।
৪. সভাপতি ও মহাসচিব সুনির্দিষ্ট মেয়াদকালের জন্য নির্বাচিত হতে হবে।
৫. বেফাক একটি শিক্ষা বোর্ড। অতএব বেফাকের শিক্ষাসূলভ চরিত্র বজায় রাখতে হবে।
৬. মহাসচিবকে সার্বক্ষণিকভাবে বেফাকের কাজ নিয়ে থাকতে হবে।
৭. বেফাকের সকল কার্যক্রমের স্বচ্ছতা এনে একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
৮. বেফাকের সকল নিয়োগে স্বচ্ছতা আনতে যথার্থ নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।
৯. বেফাকের পরীক্ষার ফলাফল কার্যক্রমে দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে।
১০. সরকারি হস্তক্ষেপ মুক্ত রেখে জাতির আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে হবে।
১১. উত্থাপিত অভিযোগ সমূহ যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১২. বেফাকের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রধানের নিকট পেশ করতে হবে।
সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন মতামত পেশ করেছেন – জামিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি ইমাদুদ্দীন, মিরপুর জামিউল উলূম মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল বাশার নোমানী, জামিয়া মাহমুদিয়া বরিশাল মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, আল্লামা শাহ আহমদ শফী রহ. খলিফা মাওলানা মুফতি ওমর ফারুক সন্দিপী, জামালুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ এমদাদ, বিশিষ্ট আলেম মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী, গাজীপুর মাদ্রাসার মুফতি নুরুল ইসলাম, নরসিংদি দত্তপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা শওকত হোসেন সরকার, কেরানীগঞ্জের জামিয়া মাহমুদিয়া মুফতি মহিবুল্লাহ কাসেমী, তিলপা পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউনুছ আলী, জামিয়া তালিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক, মারকাযুত তাকওয়া ইসলামিক সেন্টার মুফতি হাবিবুর রহমান মিসবাহ, বিশিষ্ট আলেম মুফতি আহমদ আলী, মাদারীপুরের সিনিয়র আলেম মাওলানা আহমদ চৌধুরী, নরসিংদি জামিয়া এমদাদিয়া শেখেরচর মাদ্রাসার মাওলানা আশরাফ আলী, মুফতি কাওছার আহমেদ প্রমুখ।