বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ফল প্রকাশ

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

রাজধানীর মাতুয়াইলস্থ কার্যালয়ে গত শনিবার বিকেল বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল ঘোষণা করা হয়।

জানা যায়,সাধারণত কওমী শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো রমজানের পূর্বে হবার কথা থাকলে ও করোনার কারণে তা স্থগিত করা হয়।পরে চলতি মাসের ১৪-১৭ তারিখ পর্যন্ত দেশব্যাপী কেবল হিফজুল কোরআনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন- মুফতি হেমায়েতউল্লাহ কাসেমী,মাওলানা বাছিরউদ্দীন মাহমুদ,মুফতী আব্দুর রব ফারুকী,মুফতী মঈনুদ্দীন খান তানভীর,মুফতী আব্দুল আজিজ কাসেমী,মুফতী আব্দুল্লাহ আল মারুফ,মাওলানা এনায়েতউল্লাহ সাঈদ,মাওলানা শাহাদাত হুসাইন,মাওলানা রেদওয়ান আহমদ,মাওলানা আশরাফ ও মাওলানা জুবায়ের প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আদর্শ নাগরিক গঠনে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।সমাজের চলমান সুদ ঘুস দুর্নীতির ভয়াল থাবা থেকে রক্ষা পেতে দ্বীনি ও নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে হবে সর্বত্র। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এ লক্ষ্য নিয়েই দেশজুড়ে কাজ চালিয়ে যাচ্ছে।

শেষে বোর্ডের প্রতিষ্ঠাতা পীর সাহেব চরমোনাই রহ. ও শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আই.এ/

মন্তব্য করুন