

হাটহাজারী মাদরাসায় ছাত্রদের আন্দোলন সংশ্লিষ্ট চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণের আহবান জানিয়ে ৫ টি দাবি পেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
আজ বিকাল ৩টায় হাটহাজারীর চলমান সংকট নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আমেলার জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এ আহবান ও দাবিগুলো জানান।
ইশার দাবীসমূহ-
১. হাটহাজারী মাদরাসায় চলমান সংকট নিরসনে সকলেই দায়িত্বশীল আচরণ করুন।
২. সংকট সমাধানে শুরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
৩. প্রশাসনকে অনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে।
৪. এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসার শিক্ষার্থীদের কোন ধরনের হয়রানি করা যাবেনা।
৫. যেসকল শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে ইতিপূর্বে ভর্তি নেয়া হয়নি, তাদের ভর্তি নিতে হবে।
সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন বহুদিনের চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ। এমতাবস্থায় কওমি ধারার ইতিহাস-ঐতিহ্য রক্ষার্থে শিক্ষক, শিক্ষার্থী সহ সকলের উচিৎ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের অনৈতিক হস্তক্ষেপ কোনভাবেই কাম্য নয়