তালেবানের ভয়ে বাংকারে লুকিয়ে দিন কাঁটাচ্ছে আফগান সেনারা

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
এভাবেই বাংকার বানিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে আফগান সিকিউরিটি ফোর্সের সদস্যরা।

গত শনিবার কাতারের রাজধানী দোহায় দীর্ঘ প্রতীক্ষিত আন্ত:আফগান শান্তি আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে থেকেই আফগানিস্তান জুড়ে সরকারী বাহিনীর উপর মুহুর্মুহু আক্রমন চালাচ্ছে তালেবান যোদ্ধারা।

প্রায় ১৯টি প্রদেশে তালেবানের মুহুর্মুহু আক্রমনে দিশেহারা হয়ে পড়েছে আফগান সিকিউরিটি ফোর্সের সদস্যরা। এজন্য বাংকার নির্মান করে গত দুদিন সেখানেই দিন কাঁটাচ্ছে তারা।

আরও পড়ুন :

আফগানিস্তানের একটি ইসলামী শাসন থাকা উচিত : শান্তি আলোচনায় তালেবান

তালেবানের সাথে শান্তি আলোচনা ছাড়া আমাদের উপায় নেই : আফগান সরকার

কাতারে শান্তি আলোচনা : আফগানে ১৮ প্রদেশে তালেবানের হামলা

আফগান-তালেবান শান্তি আলোচনায় অংশ নিয়েছে যেসব দেশ

আফগান প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একজন মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, “আন্তঃ-আফগান আলোচনা শুরুর সাথে সাথে আমরা আশা করছিলাম যে তালেবানরা তাদের আক্রমণের সংখ্যা হ্রাস করবে, তবে দুর্ভাগ্যক্রমে তাদের আক্রমণ এখনও বেশি সংখ্যায় চলছে।”

ফাওয়াদ আমান বলেছেন যে, শনিবার আলোচনার উদ্বোধনের আগেই তালেবানরা দেশজুড়ে সরকারি বাহিনী ও স্থাপনার উপর প্রায় ১৮ টি হামলা চালিয়েছিল, এতে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। তবে তালেবানদের হামলার বিষয়ে তাদের কাছে সঠিক কোনো তথ্য নেই বলে জানিয়ে তিনি বলেছেন তবে আমি বলতে পারি হামলার সংখ্যা হ্রাসের পরিবর্তে বেড়েছে।”

তবে তালেবানদের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন যে বিদ্রোহী গোষ্ঠী আফগান বাহিনীর একটি কনভয়কে আক্রমণ করেছিল যারা কুন্দুজের একটি মূল মহাসড়কে অভিযান চালাতে এসেছিল। তিনি আরও যোগ করেছেন যে শনিবার রাতে সুরক্ষা বাহিনী বিমান এবং কামান হামলা চালিয়েছে।

আরও পড়ুন :

আমিই আফগান তালেবান শান্তি আলোচনার পথ তৈরি করেছি : ট্রাম্প

তালেবান আমেরিকা চুক্তি : বৈশ্বিক জিহাদের ঐতিহাসিক বিজয়

আমেরিকা তালেবান চুক্তি : তালেবান প্রধানের বিশেষ বার্তা

তালেবান আমেরিকা চুক্তি : জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

গুয়ান্তানামো কারাগারে বন্দি থাকা সেই ৫ তালেবান নেতাও আছেন শান্তি আলোচনায়

অপরদিকে শান্তি আলোচনার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখা বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা আফগানিস্তানে কয়েক দশকের যুদ্ধের অবসানের উপায় খুঁজতে আলোচনার আগে তালেবানকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন তবে তালেবান তা গ্রহণ করেনি।

গত ফেব্রুয়ারিতে মার্কিন-তালেবান চুক্তির পরেই আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক সপ্তাহের বিলম্বের পরে গত শনিবার এ শান্তি আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন :

তালেবানের বিজয় : মুক্তি পেলো সকল বন্দিরা, নজর এবার ‘শান্তি আলোচনায়’

শান্তি আলোচনায় তালেবানের নেতৃত্ব দেবেন মাওলানা আবদুল হাকিম

পাকিস্তান পার্লামেন্টে বিন লাদেনকে ‘শহীদ’ আখ্যা দিলেন ইমরান খান

তালেবানরা এই অনুষ্ঠানে সম্ভাব্য যুদ্ধবিরতি সম্পর্কে কিছুই বলেনি। আফগানিস্তানের শান্তি কাউন্সিলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ রয়টার্সকে বলেছেন, রবিবার বৈঠককালে দু’পক্ষের প্রথম আলোচনার বিষয় ছিলো যুদ্ধবিরতি হ্রাস করার বিষয়ে কথা হবে।

তবে রবিবার দোহায় উভয় পক্ষের মধ্যে কোনও বৈঠকের খবর পাওয়া যায়নি, তবে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে যে তালেবানের রাজনৈতিক প্রধান মোল্লা আবদুল গণি বড়দার ও আবদুল্লাহর নেতৃত্বে দলগুলি কাতারের আমিরের সাথে দেখা করেছে।

শান্তি আলোচনায় আফগান জনগণের স্বার্থ রক্ষা করবে আমেরিকা : খালিলজাদ

মন্তব্য করুন