

আফগানিস্তানে যুদ্ধ থেকে পরাজয় বরণ করো বিদায় নিতে আমেরিকার পক্ষ থেকে মধ্যস্থতাকারী তালেবানের শান্তি আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমাই খলিলজাদ বলেছেন – “আন্ত:আফগান শান্তি আলোচনায় আমেরিকা কারো ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিতে দেবে না। বরং আফগান জনগণের চাহিদা পূরণ করতে যা যা করা লাগে তা আমেরিকান সরকার করবে”। খবর তুলু’উ নিউজের।
আরও পড়ুন :
আফগানিস্তানের একটি ইসলামী শাসন থাকা উচিত : শান্তি আলোচনায় তালেবান
তালেবানের সাথে শান্তি আলোচনা ছাড়া আমাদের উপায় নেই : আফগান সরকার
কাতারে শান্তি আলোচনা : আফগানে ১৮ প্রদেশে তালেবানের হামলা
আফগান-তালেবান শান্তি আলোচনায় অংশ নিয়েছে যেসব দেশ
আফগানিস্তানের আলোচনার ভাঙ্গনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে খলিলজাদ বলেন – “শান্তি আলোচনা ভঙ্গ করে কোনো সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না বরং আফগান সঙ্কটের সমাধান শান্তি আলোচনার মাধ্যমেই খুঁজে বের করতে হবে।”
তিনি স্পষ্ট করে বলেন – “এটি (শান্তি আলোচনা ভঙ্গ করা) গ্রহণযোগ্য নয় এবং প্রতিটি সমস্যার সমাধান রয়েছে এবং আফগান সঙ্কটেে সমাধান অবশ্যই বের করতে হবে। দেশের স্বার্থ যদি প্রথম আসে এবং ব্যক্তিগত স্বার্থ প্রথম না আসে তবে আমরা সহায়তা করতে প্রস্তুত। আমি নিশ্চিত যে এর সমাধান পাওয়া যাবে এবং আমরা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিতে দেব না, এবং আফগানিস্তানের জনগণের সাথে যুক্তরাষ্ট্রের এটাই প্রতিশ্রুতি”।
আরও পড়ুন :
আমিই আফগান তালেবান শান্তি আলোচনার পথ তৈরি করেছি : ট্রাম্প
তালেবান আমেরিকা চুক্তি : বৈশ্বিক জিহাদের ঐতিহাসিক বিজয়
আমেরিকা তালেবান চুক্তি : তালেবান প্রধানের বিশেষ বার্তা
তালেবান আমেরিকা চুক্তি : জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া
গুয়ান্তানামো কারাগারে বন্দি থাকা সেই ৫ তালেবান নেতাও আছেন শান্তি আলোচনায়
খলিলজাদের মতে, আফগানিস্তানের অভ্যন্তরে এমন কিছু লোক আছেন যারা বর্তমান পরিস্থিতিকে তালিবানদের সাথে শান্তি আলোচনা সফল হোক এটি চায় না এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নিযুক্ত রাখতে চায় যাতে আমেরিকা এই যুদ্ধের মাধ্যমে মূল্য দিতে পারে।
আরও পড়ুন :
আফগানিস্তানে মানবাধিকার, গণতন্ত্র, সংখ্যালঘু ও নারীদের সুরক্ষা চায় ভারত
তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু, আফগানিস্তানে শান্তির ঐতিহাসিক সুযোগ
এই কারণেই “কেউ কেউ আফগানিস্তানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সমর্থন করছেন” উল্যেখ করে বলেন – “কেউ কেউ তালেবানের সাথে শান্তির চেয়ে বর্তমান পরিস্থিতি পছন্দ করছে। উদাহরণস্বরূপ, আফগানিস্তানের মধ্যে এমন কেউ আছেন যারা আমেরিকাকে যুদ্ধে জড়িত রাখার চেষ্টা করছেন”।
এছাড়াও, খলিলজাদ উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি মন্তব্যের ব্যাখ্যা বলেছেন যে আফগানদের সিদ্ধান্ত মার্কিন প্রভাবিত করবে বলে পাম্পেও যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা পরিস্কার করতে চাই যে – “আমরা কোনও ব্যবস্থা (সরকার) কারো উপর চাপিয়ে দিতে চাই না”।
আরও পড়ুন :
তালেবানের কাছে শোচনীয়ভাবে পরাজিত ন্যাটো জোট
তালেবানের সঙ্গে একান্তে বসতে চান ট্রাম্প
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পাম্পেও আফগান সরকার ও তালেবানকে লক্ষ করে বলেছেন,
“আপনারা যখন সিদ্ধান্ত নেবেন, আপনাদের মনে রাখা উচিত যে আপনাদের পছন্দ এবং আচরণ ভবিষ্যতের মার্কিন সহায়তার আকার এবং সুযোগ উভয়কেই প্রভাবিত করবে। আমাদের আশা আমরা স্থায়ী শান্তিতে পৌঁছাতে পারি এবং আমাদের লক্ষ্য একটি স্থায়ী অংশীদারিত্ব”
এদিকে আফগান সরকারের পক্ষ থেকে শান্তি আলোচনার প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক খানের সাথে সাক্ষাত করেছেন, যিনি আলোচনার শুরুটিকে একটি “ইতিবাচক এবং ঐতিহাসিক” উন্নয়ন বলে অভিহিত করেছেন এবং আফগান শান্তির জন্য পাকিস্তানের সমর্থন নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :
তালেবানের বিজয় : মুক্তি পেলো সকল বন্দিরা, নজর এবার ‘শান্তি আলোচনায়’
শান্তি আলোচনায় তালেবানের নেতৃত্ব দেবেন মাওলানা আবদুল হাকিম
পাকিস্তান পার্লামেন্টে বিন লাদেনকে ‘শহীদ’ আখ্যা দিলেন ইমরান খান
প্রসঙ্গত : গতকাল (শনিবার) কাতারে তালেবান ও আফগান সরকারের মধ্যে প্রতিনিধিত্বকারী প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন – কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে, তুর্কমেনিস্তান, চীন, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, তুরস্ক, জার্মানি, পাকিস্তান, ভারত, ইরান, স্পেন, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, জাপান, জাতিসংঘ, ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এর কর্মকর্তারা।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল-থানি তার উদ্বোধনী ভাষণে বলেছিলেন যে আফগানিস্তানের সংঘাতের কোনও সামরিক সমাধান হবে না।
আরও পড়ুন :
বিবাদে আফগান সরকার : রাজনৈতিকভাবেও বিজয়ের পথে তালেবান
আফগানিস্তানে যুদ্ধ কোন সমাধান নয় : সাবেক তালেবান কমান্ডার
হাফেজ হলো মার্কিন বিমান হামলায় চোখ হারানো সেই আফগান বালক
শান্তি আলোচনা সম্পর্কিত অন্যান্য খবর :
শান্তি আলোচনা : ঝামেলা মিটিয়ে প্রস্তুত আফগান সরকার, তৈরি তালেবানও
আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে তালেবানদের পাকিস্তান সফর
শান্তি আলোচনার আগ মূহুর্তে ১১ জন তালেবানকে হত্যা করেছে আফগান বাহিনী
যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও হামলা বন্ধের শর্তে তালেবানের সঙ্গে আলোচনা
শর্তসাপেক্ষে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে তালেবান
শিগগিরই শুরু হচ্ছে আফগান তালেবান শান্তি প্রক্রিয়া!
তালেবানের সঙ্গে শান্তিচুক্তি করতে চান আশরাফ গনি
তালেবান সম্পর্কিত সংবাদ :
মোল্লা মোহাম্মদ ওমর : তালেবান যাকে মার্কিন সেনাদের নাকের ডগায় রেখেছিল
তালেবান নেতৃত্বে মোল্লা ওমরের ছেলে, শান্তি চুক্তির অপেক্ষায় আফগান সরকার
ন্যাটো বাহিনীর কমান্ডারের বক্তব্য প্রত্যাখ্যান করল তালেবান
ফের আফগান তালেবান বন্দীদের মুক্তি প্রক্রিয়া শুরু
আবারো মুক্তি পেলেন ৪০০ তালেবান
ঈদ উপলক্ষে তালেবানের তিনদিনের যুদ্ধবিরতি ও ১০০০ বন্দি মুক্তি
আফগান সরকারের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি তালেবান
আফগান সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা, ৩ সেনা নিহত
তালেবান যোদ্ধাদের হামলায় আফগান পুলিশের ৬ সদস্যের মৃত্যু
১,০০০ তালেবানকে মুক্তি দিয়েছি, আমাদের লোকজনকেও মুক্তি দিন:
আরও প্রায় ৫০০ তালেবান নেতাকে মুক্তি দিলো আফগান সরকার
- আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য দখলদার বিদেশি সেনাদের চলে যেতে হবে: তালেবান
- আফগান তালেবান সন্ত্রাসী সংগঠন নয়; হোয়াইট হাউস
- মার্কিনিদের সেনা না সরালে সোভিয়েত বাহিনীর পরিণতি হবে: তালেবান
- আমেরিকার সঙ্গে আলোচনা নিয়ে এখন মন্তব্য নয়: তালেবান
- তালেবানের সঙ্গে আমেরিকার চুক্তি, ১৩৫ দিনের মধ্যে মার্কিন সৈন্য প্রত্যাহার
- ১৮ বছরের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি হতে পারে
- কাতার ও জার্মানের উদ্যোগে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা
- ‘চীনে তালেবান প্রতিনিধিদলের সঙ্গে শান্তি আলোচনা’
- তালেবানের সঙ্গে আলোচনা: আমেরিকাকে হুঁশিয়ারি আফগান সরকারের
- কাতারে ফের ব্যর্থ হলো তালেবান-মার্কিন আলোচনা
- তালেবানের সঙ্গে শান্তি আলোচনা করতে ২২ সদস্যের দল গঠন
আরও সংবাদ :
- তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে: তালেবান
- তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প
- তালেবান-মার্কিন সমঝোতা; আশরাফ গনির আমেরিকা সফর স্থগিত
- শান্তি আলোচনা ভেঙে যাওয়ায় চীন সফরে তালেবান প্রতিনিধি দল
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ভঙ্গ: রাশিয়ায় তালেবান প্রতিনিধি দল
সূত্র : আফগান গনমাধ্যম, পাবলিক ভয়েস আর্কাইভ
এইচআরআর/পাবলিক ভয়েস