

আফগান সরকারের সাথে তালেবানের শান্তি আলোচনায় উপস্থিত থাকবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও। বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন :
তালেবান আমেরিকা চুক্তি : বৈশ্বিক জিহাদের ঐতিহাসিক বিজয়
আমেরিকা তালেবান চুক্তি : তালেবান প্রধানের বিশেষ বার্তা
তালেবান আমেরিকা চুক্তি : জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া
গুয়ান্তানামো কারাগারে বন্দি থাকা সেই ৫ তালেবান নেতাও আছেন শান্তি আলোচনায়
কাতারের রাজধানী দোহায় আগামিকাল (১২ সেপ্টেম্বর) আফগান সরকারের প্রতিনিধি ও তালেবানের প্রতিনিধিদের মধ্যে এ শান্তি আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সব মহল।
আলোচনা দলে তালেবানের নেতৃত্বে থাকবে মাওলানা আবদুল হাকিম এবং আফগান সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবে জাতীয় পুনর্মিলন কমিটির হাই কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ ও দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আবদুল সালাম রহিমী।
আরও পড়ুন :
তালেবানের বিজয় : মুক্তি পেলো সকল বন্দিরা, নজর এবার ‘শান্তি আলোচনায়’
শান্তি আলোচনায় তালেবানের নেতৃত্ব দেবেন মাওলানা আবদুল হাকিম
পাকিস্তান পার্লামেন্টে বিন লাদেনকে ‘শহীদ’ আখ্যা দিলেন ইমরান খান
অপরদিকে আফগানিস্তানের সাথে তালেবানের এই শান্তি আলোচনাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহল উভয় দলকেই সুন্দরভাবে এই শান্তি আলোচনা সমাপ্ত করার আহবান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার দোহায় যাবেন আন্তঃ আফগান আলোচনায় অংশ নিতে।
তিনি বলেন – “আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে পারি যে, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্তঃ-আফগান শান্তি আলোচনার সূচনার জন্য আজ (শুক্রবার) সন্ধ্যায় কাতারের দোহায় শান্তি আলোচনার জন্য ঐতিহাসিক সফরে যাবেন”।
ট্রাম্প আরও বলেছিলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র খুব অল্প সময়ে আফগানিস্তানে তার সেনাবাহিনীর সংখ্যা হ্রাস করে ৪ হাজারে নামিয়ে আনবে।”
তিনি স্পষ্ট করে বলেন – “আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতির প্রচুর অগ্রগতি হচ্ছে। তবে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সৈন্য সংখ্যা ৪০০০ এর নীচে নামিয়ে আনবো।
আরও পড়ুন :
তালেবানের কাছে শোচনীয়ভাবে পরাজিত ন্যাটো জোট
তালেবানের সঙ্গে একান্তে বসতে চান ট্রাম্প
ট্রাম্প বলেছিলেন, “আমরা বেশ কিছুদিন ধরে তাদের সাথে আলোচনা করেছি, তাদের সাথে শর্ত অনুসারে অনেক সৈন্যকে সরিয়ে নিয়েছি”।
এক বিবৃতিতে, মাইক পম্পেও এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন – ১২ই সেপ্টেম্বর আফগানিস্তানের শান্তি আলোচনা শুরু হবে। তিনি বলেন, এই আলোচনার শুরুটি আফগানিস্তানের পক্ষে চার দশকের যুদ্ধ ও রক্তপাতের অবসান ঘটাবার ঐতিহাসিক একটি সুযোগ হিসাবে চিহ্নিত হয়েছে।
পম্পেও আলোচকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন – “এই প্রক্রিয়াটি সফল হওয়ার জন্য উভয় পক্ষকেই সুন্দর ব্যবহার, সংযম এবং নমনীয়তা প্রদর্শন করতে হবে।” তিনি বলেন, আফগানিস্তানের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ আলোচনাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং তাদের অনুরোধ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সকল ধরণের সমর্থন করতে প্রস্তুত রয়েছে”।
অপরদিকে এই শান্তি আলোচনায় বিশেষ ভুমিকা রাখা আমেরিকার বিশেষ দূত জালমাই খলিলজাদ (যিনি দোহায় তালেবানদের সাথে ১৮ মাস ধরে দীর্ঘ আলোচনা করেছেন) বলেছেন – এই মুহুর্তটি একটি সুন্দর সময়। তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা সফল হলে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরবে।
এছাড়াও আফগান প্রেসিডেন্টের ভবন থেকেও বিষয়টিকে সাধুবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। এই আলোচনাকে স্বাগত জানিয়ে তারা বলেছেন – তালেবানদের সাথে ১২ সেপ্টেম্বর আলোচনা শুরু করার ঘোষণাটি একটি ভালো মুহুর্ত। “চল্লিশ বছরের যুদ্ধের অবসান করার এটি একটি ঐতিহাসিক সুযোগ, শান্তি আলোচনা ছাড়া এর আর কোনও সামরিক সমাধান নেই বলেও জানান আফগান সরকার।
আরও পড়ুন :
বিবাদে আফগান সরকার : রাজনৈতিকভাবেও বিজয়ের পথে তালেবান
আফগানিস্তানে যুদ্ধ কোন সমাধান নয় : সাবেক তালেবান কমান্ডার
হাফেজ হলো মার্কিন বিমান হামলায় চোখ হারানো সেই আফগান বালক
অপরদিকে তালেবানের কাছে শোচনীয়ভাবে পরাজিত ন্যাটো জোটের সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গও আলোচনা শুরুর বিষয়ে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, “সকল পক্ষের ঐতিহাসিক সুযোগটি কাজে লাগানো উচিত এবং এত ত্যাগের মাধ্যমে যে লাভ হয়েছিল তা অর্জন করা উচিত।
শান্তি আলোচনা সম্পর্কিত অন্যান্য খবর :
শান্তি আলোচনা : ঝামেলা মিটিয়ে প্রস্তুত আফগান সরকার, তৈরি তালেবানও
আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে তালেবানদের পাকিস্তান সফর
শান্তি আলোচনার আগ মূহুর্তে ১১ জন তালেবানকে হত্যা করেছে আফগান বাহিনী
যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও হামলা বন্ধের শর্তে তালেবানের সঙ্গে আলোচনা
শর্তসাপেক্ষে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে তালেবান
শিগগিরই শুরু হচ্ছে আফগান তালেবান শান্তি প্রক্রিয়া!
তালেবানের সঙ্গে শান্তিচুক্তি করতে চান আশরাফ গনি
তালেবান সম্পর্কিত সংবাদ :
মোল্লা মোহাম্মদ ওমর : তালেবান যাকে মার্কিন সেনাদের নাকের ডগায় রেখেছিল
তালেবান নেতৃত্বে মোল্লা ওমরের ছেলে, শান্তি চুক্তির অপেক্ষায় আফগান সরকার
ন্যাটো বাহিনীর কমান্ডারের বক্তব্য প্রত্যাখ্যান করল তালেবান
ফের আফগান তালেবান বন্দীদের মুক্তি প্রক্রিয়া শুরু
আবারো মুক্তি পেলেন ৪০০ তালেবান
ঈদ উপলক্ষে তালেবানের তিনদিনের যুদ্ধবিরতি ও ১০০০ বন্দি মুক্তি
আফগান সরকারের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি তালেবান
আফগান সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা, ৩ সেনা নিহত
তালেবান যোদ্ধাদের হামলায় আফগান পুলিশের ৬ সদস্যের মৃত্যু
১,০০০ তালেবানকে মুক্তি দিয়েছি, আমাদের লোকজনকেও মুক্তি দিন:
আরও প্রায় ৫০০ তালেবান নেতাকে মুক্তি দিলো আফগান সরকার
- আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য দখলদার বিদেশি সেনাদের চলে যেতে হবে: তালেবান
- আফগান তালেবান সন্ত্রাসী সংগঠন নয়; হোয়াইট হাউস
- মার্কিনিদের সেনা না সরালে সোভিয়েত বাহিনীর পরিণতি হবে: তালেবান
- আমেরিকার সঙ্গে আলোচনা নিয়ে এখন মন্তব্য নয়: তালেবান
- তালেবানের সঙ্গে আমেরিকার চুক্তি, ১৩৫ দিনের মধ্যে মার্কিন সৈন্য প্রত্যাহার
- ১৮ বছরের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি হতে পারে
- কাতার ও জার্মানের উদ্যোগে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা
- ‘চীনে তালেবান প্রতিনিধিদলের সঙ্গে শান্তি আলোচনা’
- তালেবানের সঙ্গে আলোচনা: আমেরিকাকে হুঁশিয়ারি আফগান সরকারের
- কাতারে ফের ব্যর্থ হলো তালেবান-মার্কিন আলোচনা
- তালেবানের সঙ্গে শান্তি আলোচনা করতে ২২ সদস্যের দল গঠন
আরও সংবাদ :
- তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে: তালেবান
- তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প
- তালেবান-মার্কিন সমঝোতা; আশরাফ গনির আমেরিকা সফর স্থগিত
- শান্তি আলোচনা ভেঙে যাওয়ায় চীন সফরে তালেবান প্রতিনিধি দল
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ভঙ্গ: রাশিয়ায় তালেবান প্রতিনিধি দল
সূত্র : আফগান গনমাধ্যম, পাবলিক ভয়েস আর্কাইভ
এইচআরআর/পাবলিক ভয়েস