লাদাখে চীনা সৈন্যরা সীমান্ত লঙ্ঘন করেছে: অভিযোগ ভারতের

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

ভারত অভিযোগ করছে যে সম্প্রতি শান্তি আলোচনার সমঝোতা ভঙ্গ করে চীন আবারও সীমান্ত লঙ্ঘন করেছে। খবর বিবিসি বাংলা।

ভারত বলছে, লাদাখ অঞ্চলে যে স্থিতাবস্থা রয়েছে তা বদলে দেয়ার উদ্দেশ্যে চীন ‘উসকানিমূলক সামরিক তৎপরতা’ চালিয়েছে।

গত জুন মাসে দু’দেশের মধ্যে সীমান্ত সংঘাতে ভারতের অন্তত ২০ জন সৈন্য নিহত হয়। চীনের তরফে অবশ্য হতাহতের কোন সংখ্যা দেশটি প্রকাশ করেনি।

এই দুই পরমাণু শক্তিধর দেশ সীমান্ত অতিক্রম করা এবং লড়াই করার জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

তবে সীমান্তের ‘স্ট্যাটাস কো’ বা স্থিতাবস্থা ভঙ্গ করার অভিযোগ চীন অস্বীকার করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, “চীনা সীমান্তরক্ষীরা বরাবরই ‘অ্যাকচুয়াল লাইন অব কন্ট্রোল’ বা প্রকৃত সীমান্ত রেখা মেনে চলেছে। এবং তারা সেই রেখা কখনই অতিক্রম করেনি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন