

আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফরিয়াব প্রদেশে এক বিমান হামলায় ১১ জন তালেবান শহীদ হয়েছেন। আফগান বাহিনী এ হামলা করেছে বলে স্বীকার করেছে ‘২০৯ শাহীন আর্মি কর্পসের’ সদস্যরা।
আজ সোমবার এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে তারা বিবৃতি দিয়েছে।
গতকাল রোববার কারমাকুল জেলায় একটি তালেবান ঘাটি লক্ষ করে এই বিমান হামলাটি চালানো হয়েছে। এতে বলা হয়েছে, তালেবান শিবিরটি ধ্বংস হয়ে গেছে। তবে ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিশদ কোনো বর্ণনা দেয়া হয়নি।
অপরদিকে তালেবানরাও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে তালেবানের সাথে আফগান সরকারের আন্ত-আফগান শান্তিচুক্তির আলোচনার এমন বিমান হামলা উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করবে বলেই মনে করছে বিশ্লেষকরা।
এছাড়াও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি হঠাত করেই তালেবানের সাথে তার নমনীয় অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। গতকাল পশ্চিম কাবুলে অনুষ্ঠিত আশুরা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এক মন্তব্যে বলেছেন – তালেবানের সাথে শান্তি আলোচনার অর্থ শক্তি বা সামরিক অবস্থার ভাগাভাগি করা বা রাজনৈতিক চুক্তি করা নয় বরং এ আলোচনা ও চুক্তির লক্ষ হলো, আফগান জনগণের ইচ্ছা পূরণ হওয়া, যা দেশে সহিংসতা ও রক্তপাতের অবসান ঘটাতে সাহায্য করবে।
তিনি আরও বলেন – এই “শান্তি আলোচনায় আপনারা ভয় পাবেন না কারণ শান্তির অর্থ রাজনৈতিক অংশীদারিত্বকে ভাগ করে নেওয়া নয়।” যেহেতু প্রত্যেকে দেশই তার দেশে সহিংসতা হ্রাস এবং দেশে সহিংসতার অবসান চায় তাই এই শান্তি আলোচনার প্রচেষ্টা করা হচ্ছে।
অপরদিকে আন্তঃ-আফগান শান্তি আলোচনার আগামী সপ্তাহেই শুরু হওয়ার প্রত্যাশা করেছেন জাতীয় পুনর্মিলন সম্পর্কিত হাই কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ
ইনস্টিটিউট অফ ওয়ার অ্যান্ড পিস স্টাডিজ (আইডাব্লউপিএস) কর্তৃক “আফগান জনগণ শান্তি আলোচনার ক্ষেত্রে কী চায়” শিরোনামে একটি জরিপ চালু করার কাজ শুরু করার একটি অনুষ্ঠানে আবদুল্লাহ জোর দিয়ে বলেছিলেন যে, আফগান সরকারের আলোচনার দল শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত।
ইনস্টিটিউট ফর ওয়ার অ্যান্ড পিস স্টাডিজ, যা আফগানিস্তানের শান্তি আলোচনার বিষয়ে কয়েকটি প্রদেশের প্রায় ৮,০০০ জনেরও বেশি ব্যক্তির উপর সমীক্ষা করেছে। যার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে যে দেশের প্রায় ৮৬% এরও বেশি জনগণ বর্তমান শান্তি প্রক্রিয়াতে সন্তুষ্ট। এছাড়াও সাক্ষাতকার গ্রহণকারীদের প্রায় ৭০% প্রজাতন্ত্র ব্যবস্থা সংরক্ষণ করতে চান।
অপরদিকে স্থানীয় গণমাধ্যমের দাবি অনুসারে আফগান সরকার তালেবানের প্রায় ৪৬০০ জনেরও বেশি তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। তালেবান আমেরিকার শান্তি চুক্তি অনুসারে আফগান সরকার কর্তৃক ৫০০০ তালেবান বন্দিকে মুক্তির দাবি রয়েছে তালেবান।