ইসলামী শিক্ষা ছাড়া সমাজে শান্তি আসবে না : মুফতী মুহাম্মদ ওয়াক্কাস

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

ইসলামী শিক্ষা ছাড়া সমাজে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী , জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ, রামপুরা, ঢাকার শায়খুল হাদীস আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস।

গতকাল বাদ মাগরিব রাজধানীর রামপুরার নতুনবাগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন ও বিগত শিক্ষাবছরের খতমে বুখারী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুফতি ওয়াক্কাস আরো বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলাম ও দেশের অতন্দ্র প্রহরী। সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুগ যুগ ধরে কওমি মাদ্রাসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‌তিনি শিক্ষার সর্বক্ষেত্রে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার জোর দাবি জানিয়ে বলেন, ধর্মহীন শিক্ষার কুফলে সমাজে ক্রমেই অস্থিরতা ও অশৃঙ্খলা দুর্নীতি ও নানা রকম অনাচারে ছেয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণের একটি পথ সেটা হচ্ছে ইসলামী শিক্ষা।

জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, মুফতী শেখ মুজিবুর রহমান, মুফতী মুহাম্মদুল্লাহ সাদেকী, মুফতী নাসিরুদ্দীন,মুফতী মাহবুবুল আলম, মুফতী জাকির হোসাইন খান, মুফতী কামরুল হাসান, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ও মুফতী ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

মন্তব্য করুন