

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের ৯৮ তম বিজয় দিবসেরধন্যবাদ জানিয়ে তুর্কি নাগরিকদের বলেছেন – “আগস্ট আমাদের বিজয়ের মাস, উদযাপনের
মাস। এ মাসে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। এ মাসে আমাদের রয়েছে গর্বের ইতিহাস।
গতকাল (রবিবার) তুরস্ক তার বিজয় দিবসের ৯৮ তম বার্ষিকী উদযাপন করেছে যা ১৯২২ সালে দমলুপিনারের যুদ্ধে তুর্কিদের হাতে গ্রীক বাহিনীর দূর্দান্ত পরাজয়ের মাধ্যমে অর্জিত হয়েছিলো।
এদিন এরদোগান তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সাথে দেশটির উর্ধ্বতন সরকারী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এবং বিরোধী নেতারা রাজধানী আঙ্কারায় আতাতুর্কের সমাধিসৌধে পুস্প অর্পন করেন।
আতাতুর্কের সমাধির মেমোরিয়াল বইয়ে তিনি লিখে এসেছেন, “বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমালোচনা সাফল্য আমাদের দেশের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য আমাদের ইচ্ছাশক্তির বিজয়ের সুস্পষ্ট ইঙ্গিত বহন করে”।
তিনি আরও লিখেছেন: “আমরা ২০২৩ সালে প্রবেশের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। যেখানে আমরা আমাদের প্রজাতন্ত্রের শততম বার্ষিকী উদযাপন করব, অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে আরও শক্তিশালী, আরও স্বচ্ছল এবং আরও সমৃদ্ধ দেশ হিসাবে।”
তুরস্কের রাষ্ট্রপতি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে হওয়া বর্তমান উত্তেজনাকে লক্ষ করে বলেছেন – “তুরস্ক, বিশেষত পূর্ব ভূমধ্যসাগরে হুমকি, ভয় দেখানো এবং কোনো অন্যায় চাপের কাছে মাথা নত করবে না, তুরস্ক তার অধিকার রক্ষায় সব করবে।