

সিরিয়ায় দখলদার ইসরায়েলের নিয়মিত হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরান ও রাশিয়া। সেইসঙ্গে সিরীয় কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির তেল চুক্তির ঘটনায় যুক্তরাষ্টের তীব্র নিন্দা জানিয়েছে দেশ তিনটি। এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।
জানা যায়, বিষয়টি নিয়ে তুরস্ক, ইরান ও রাশিয়ার প্রতিনিধিরা মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করেন। এর পরই তিন দেশের প্রতনিধিরা এক যৌথ বিবৃতিতে ওই নিন্দা জানান।
এতে বলা হয়, ইসরায়েল নিয়মিত ভিত্তিতে সিরিয়ায় যে হামলা চালিয়ে আসছে তা আন্তর্জাতিক আইন ও দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। তাছাড়া এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী হিসেবেও অভিহিত করা হয়।
মার্কিন কোম্পানিগুলো সিরিয়ার তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ নিয়েছে তা নিন্দনীয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তেল বিক্রির অর্থ দেশটির জনগণের সম্পদ।
এ ছাড়া যৌথ বিবৃতিতে তিন দেশের প্রতিনিধিরা সব ধরনের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেও জানিয়েছে পার্সটুডে।
উল্লেখ্য, সিরিয়া সরকার, বিরোধী দলগুলো এবং আন্তর্জাতিক সমাজের অংশগ্রহণে দেশটির সরকার একটি সংবিধান প্রণয়নের ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার জেনেভায় তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের ফাঁকে আলাদাভাবে আলোচনা করেন তুরস্ক, ইরান ও রাশিয়ার প্রতিনিধিরা।
এমএম/পাবলিকভয়েস