

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, শক্তিশালী একটি প্রতিরক্ষা ও অস্ত্র শিল্প নির্মাণ এবং সেইসঙ্গে দৃঢ় অবকাঠামো প্রস্তুত করা এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। সেইসঙ্গে সরকারি ও বেসরকারি খাতে সামঞ্জস্যতা আনাও আমাদের অন্যতম লক্ষ্য। রোববার ইস্তাম্বুলে তুর্কি নৌবাহিনী আয়োজিত ‘নিউ নাভাল সিস্টেম ডেলিভারি সিরিমোনি’-তে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।
এরদোয়ান বলেন, তুরস্ক এখন তার প্রতিরক্ষা ও অস্ত্রের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল না। এই অবস্থায় পৌঁছাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। গত ১ যুগে আমরা অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ৭০ শতাংশ বাড়িয়ে দিয়েছি। যার ফলাফল এখন আপনারা সবাই দেখছেন।
তিনি বলেন, তুরস্ক পৃথিবীর এমন ১০টি রাষ্ট্রের একটি- যারা নিজেদের যুদ্ধজাহাজ নিজেরাই বানাতে পারে। আমাদের উপকূল দেশীয় পণ্য দিয়ে সুরক্ষিত আছে। আগামী ৫ বছরে আরো অত্যাধুনিক ব্যবস্থা ও অস্ত্র আসবে বলে আমি আশা করি।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য এমন একটি পর্যায়ে পৌঁছানো যেখানে তুরস্কের স্থল, আকাশ ও নৌপথে বেনামি কোনো জাহাজ প্রবেশ কিংবা বেনামি কোনো উড়োজাহাজ বা ড্রোন প্রবেশ করলে তা প্রতিহত করতে পারে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা খাতে তুরস্কের এই অভূতপূর্ব উন্নয়ন আঙ্কারার প্রভাবকে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে দিয়েছে এবং সেই প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে।
তিনি বলেন, আমরা আরো অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও নিরাপত্তা ব্যবস্থার দিকে জোর দিয়েছি। তুরস্ক এখন সাবমেরিন তৈরি করছে। এ ছাড়া নৌবাহিনীতে একটি ফ্লিট রেপ্লেনিশমেন্ট জাহাজ যুক্ত হতে যাচ্ছে।
এমএম/পাবলিকভয়েস