

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল ২২ আগস্ট, শনিবার দেশটির আকাশসীমা লঙ্ঘন করারয় ওই ড্রোনটি ভূপাতিত করা হয়।
ইসরায়েল সীমান্তবর্তী আইতা আশ-শাব শহরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। বর্তমানে ড্রোনটি তাদের হেফাজতেই রয়েছে।
লেবাবনের ভূখণ্ডে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীও। তবে তাদের দাবি, এ থেকে কোনো তথ্য ফাঁস হয়নি।
সম্প্রতি ইসরায়েল বা তার মিত্রদের লেবাননের ওপর কোনো ধরনের আগ্রাসনের সুযোগ দেয়া হবেনা বলে হুঁশিয়ার করেছিলেন হিজবুল্লাহ’র উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম।
এমএম/পাবলিকভয়েস