

আফগান সরকার ও তালেবানের মধ্যে হতে যাওয়া শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফর করেছেন তালেবানদের উপপ্রধান মোল্লা আবদুল গণি বরাদার ও তালেবানের একটি প্রতিনিধি দল।
আফগান তালেবানদের একটি প্রতিনিধিদল আফগান সরকারের সাথে আন্তঃ-আফগান সংলাপের আগে পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তানের নেতৃবৃন্দের সাথে চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা পাকিস্তানে পৌঁছেছে।
তালেবানের মুখপাত্র, পাকিস্তানি কূটনীতিক কর্মকর্তারা গতকাল (রবিবার) এক বৈঠকে মিলিত হয়েছেন। তালেবানের রাজনৈতিক প্রধান।
তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে মোল্লা আবদুল গণি বারাদারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আফগান রাষ্ট্রের শান্তি প্রক্রিয়া সম্পর্কে সর্বশেষ আলোচনা করার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের আমন্ত্রণে পাকিস্তান গিয়েছে। তালেবানের মুখপাত্র সুহেল শাহীন একাধিক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তালেবান প্রতিনিধিরা কোন কোন পাকিস্তানি নেতাদের সাথে সাক্ষাত করবেন এবং এই সফরের সময়কাল কতটুকু হবে এসব তিনি বিশদভাবে জানাননি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আনাদোলু এজেন্সিকে বলেছেন যে সোমবার তালেবান প্রতিনিধি দল “পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের” সাথে বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।
আফগান সরকার প্রত্যেকে শান্তি আলোচনার পথ প্রশস্ত করার জন্য প্রায় ৮০ জন মূল তালেবান ব্যক্তিত্বকে মুক্তি দেওয়ার কয়েক দিন পরে এই শান্তি প্রক্রিয়ার পথটি প্রশস্ত হয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও তালেবানদের মধ্যে একটি সুনির্দিষ্ট শান্তির চুক্তির পরে, এই পদক্ষেপটি বন্দিমুক্তির চুক্তির অংশ ছিল।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, আফগানিস্তান সরকার এখনও পর্যন্ত ৪০০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে, তালেবানদের তালিকায় ছিল না এমন ৫০০ জন বন্দী ছাড়াও অনেককে মুক্তি দিয়েছে আফগান সরকার।
এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে আফগানিস্তানের দীর্ঘকালীন সংঘাতের সমাধানের জন্য আলোচনা, মীমাংসার পথ প্রশস্ত করতে ওয়াশিংটন এবং তালেবানদের মধ্যে বিরল একটি প্রত্যক্ষ আলোচনার ব্যবস্থা করেছিলো পাকিস্তান সরকার। তার আগে ২০১৫ সালের জুলাইয়ে পাকিস্তান সরকার ইসলামাবাদে আফগান সরকার এবং তালেবানদের মধ্যে সরাসরি আলোচনার প্রথম দফার প্রথম দিকের সহায়তাও করেছিল। এসব কারণেই আফগান সরকার ও তালেবানের সাথে আসন্ন শান্তিচুক্তির বিষয়ে পাকিস্তানের মতামত নিতে চায় তালেবান এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।
আনাদুলু থেকে পাবলিক ভয়েসের অনুবাদ।