

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় করা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতকে দুপুরে রিমান্ডে নেওয়া হবে।
সোমবার (১৭ আগস্ট) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। অন্যদিকে গত ৩১ আগস্ট ঘটনাস্থল শামলাপুর পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকারী তিন এপিবিএন সদস্যের ঘটনায় সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এপিবিএনের এই তিন সদস্য হলেন—এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, আদালত আগেই এ তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করতে র্যাব হেফাজতে নেয়া হবে।
এছাড়া ওই মামলায় রামু থানায় সংরক্ষিত ৩১টি আলামত র্যাব হেফাজতে আনার জন্য আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
আই.এ/