মিশরের জামিয়া আযহারে কওমী ছাত্রদের সাফল্য! রেজাল্টে সেরা দশে ৫ বাংলাদেশী

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

আল আযহার থেকে :

  • আল আযহারে কওমী ছাত্রদের অনন্য সাফল্য! মাধ্যমিক – উচ্চ মাধ্যমিকের সেরা দশে ৫ বাংলাদেশী

আল আজহার বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ( الشهادة الثانوية) তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানসহ সেরা দশ জনের মধ্যে তিন জন বাংলাদেশি স্থান পেয়েছেন। তৃতীয়জন ১০ম স্থান অধিকার করেছেন।

এছাড়াও الشهادة الإعدادية তথা মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে দুই জন বাংলাদেশি যথাক্রমে ৫ম ও ৬ষষ্ঠ স্থান অধিকার করেছেন।

গত ১৩ আগস্ট চলতি বছরের (২০১৯-২০২০ সেশন) HSC ও SSC সমমানের পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। এতে ইসলামিক মিশন সিটি মা’হাদের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ১৫০ টি দেশের ছাত্রদের মধ্যে তারা এই কৃতিত্ব অর্জন করেছেন।

সাফল্য অর্জন করা প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচিত দেয়া হলোঃ

১: মুহাম্মদ জাওয়াদ আহমাদ সৌরভ৷ (উচ্চমাধ্যমিক প্রথম) পিতা:মুহাম্মদ সেলিম আহমাদ৷ গ্রাম: আমিনপুর৷ থানা: বি বাড়িয়া ৷ জেলা: বি বাড়িয়া৷ তাকমিল(২০১৭) জামিয়া ইসলামিয়া বাইতুন নুর, উত্তর পশ্চিম যাত্রাবাড়ী ঢাকা৷ কিসমুল লুগাহ(২০১৮) জামিয়া ইব্রাহিমীয়া সাইনবোর্ড, ঢাকা৷ ইফতা (২০১৯) মারকাযুল হিকমা পূর্ব বক্সনগর ডেমরা ঢাকা

২: নাঈম নাজীর, (উচ্চমাধ্যমিক দ্বিতীয়)
পিতা :নাজীরুল ইসলাম, ঠিকানা: গ্রাম: ঈদপুকুরিয়া, পোষ্ট. : দোহাজারী, থানা: চন্দনাইশ, জেলা: চট্টগ্রাম
তাকমীল: জামিয়াতুল আবরার বাংলাদেশ, রিভারভিউ, বসুন্ধরা (২০১৮)। কিসমুললুগাহ: মা’হাদুশ শ্যাইখ ফুয়াদ, সাইনবোর্ড (২০১৯)

৩: উসামা বিন শফিক। (উচ্চমাধ্যমিক দশম), পিতা: মুহাম্মদ শফিকুর রহমান, ঠিকানা : টিটা, আলফাডাঙ্গা, ফরিদপুর। শিক্ষা : হিফয সমাপন (যশোর), দাওরা সমাপন (দারুল উলুম দেওবন্দ), ইফতা (হাটহাজারী)

৪: আরমান কবির (মাধ্যমিক পঞ্চম), পিতা :কবির মোড়ল, ঠিকনা: গ্রাম: কালামৃধা পোষ্ট. : ভাঙা, থানা: ভাঙা, জেলা: ফরিদপুর, দ্বিতীয় বর্ষ :বাইতুস সালাম মাদরাসা, উত্তরা, ঢাকা

৫: শেখ আবদুল আহাদ (মাধ্যমিক ষষ্ঠ), পিতা: শেখ মোহাম্মাদ মশিউর রহমান, ঠিকানা: গ্রাম: ডল হাউজ রোড, ২য় মুরাদপুর, থানা: কোতয়ালী, জেলা: কুমিল্লা
এসএসসি: কুমিল্লা জিলা স্কুল। (২০১৪) এইচএসসি: কুমিল্লা সরকারি কলেজ (২০১৬)

#আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন