কোটি টাকার মার্সিডিজ ছেড়ে দিলেন একটি পাখির জন্য (ভিডিও)

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

কারও কয়েক কোটি টাকা দামের গাড়িতে যদি কোনও পাখি খড়কুটো দিয়ে বাসা বাঁধে, তাহলে তিনি কী করবেন? যে যাই করুক দুবাইয়ের যুবরাজ যা করলেন তা দেখে আপনি প্রশংসা না করে পারবেন না। তবে তিনি যা করলেন, তা তার কাছে খুবই স্বাভাবিক।

দুবাইয়ের যুবরাজ সেখ হামাদ বিন মুহম্মদ বিন রশিদ আল মাকতুয়াম প্রকৃতিপ্রেমী বলেই পরিচিত। সম্প্রতি তিনি দেখেন, তার প্রিয় মার্সেডিজ-এএমজি জি৬৩ এসইউভি-র বনেটের উপর পাখি বাসা করেছে। এই গাড়ির দাম প্রায় ২ কোটি ২৮ লাখ টাকা।

পাখির বাসা দেখেই তিনি বুঝতে পারেন, এতে ডিম দেবে পাখি দু’টি। অতিথি এই পাখির পরিবারের যাতে কোনও অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা করেন বিন মুহম্মদ। তিনি গাড়িটিকে ঘিরে দেন, তাঁর কর্মচারীদের নির্দেশ দেন, যাতে পাখিগুলির কোনও অসুবিধা না হয়। সেই সঙ্গে তিনি পাখির পরিবারের উপর দূর থেকে নজর রখার জন্য ক্যামেরার বন্দোবস্ত করেন। দূর থেকে ক্যামেরায় তাদের গতিবিধি রেকর্ড করেন।

দূর থেকে ক্যামেরায় রেকর্ড হওয়া সেই ভিডিয়ো পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। সেখানেই দেখা যাচ্ছে, পাখিগুলি ডিম পেড়েছে। পরে দেখা যাচ্ছে, সেই ডিম ফেটে কী ভাবে দু’টি বাচ্চা বেরিয়ে আসছে। স্বাভাবিক ভাবেই এমন ভিডিয়ো ভাইরাল হতে সময় নেয়নি। সেই সঙ্গে বিন মুহম্মদের এমন কাজের অকুণ্ঠ প্রশংসা করেছেন নেটাগরিকরা।

এমএম/পাবলিকভয়েস

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3) on

মন্তব্য করুন