

দেশের মানুষের জীবনযাত্রার চেহারা দেখলে বোঝার উপায় নাই যে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৪২ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে কোভিড-১৯ এ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৯৯৫ জন। একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের হাটবাজার, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, দোকান পাট, রাস্তাঘাট, লঞ্চ-স্টিমার, ট্রেনে মানুষের সমাগম ফিরেছে আগের চেহারায়।
বিভিন্ন জনের কাছে জানতে চাইলে তারা বলেন, জীবনের প্রয়োজনেই সব কিছু আবার শুরু করেছেন তারা। মনের ভয় কেটে গেছে। করোনা হলেই নিশ্চিত মৃত্যু- এরকম ভয় এখন আর তাদের দুর্বল করে না।
করোনার কারণে রাজধানীতে স্থবির হয়ে যাওয়া জীবনযাত্রা এখন পুরোটাই ফিরেছে আগের জায়গায়। শুরু হয়েছে রাজধানীর ফুটপাথ জুড়ে হকারদের রমরমা ব্যবসা। রাজপথে এখন নিয়মিত যানজট। আগের মতোই সকাল থেকে বাসস্ট্যান্ডে শুরু হয় অফিসগামী মানুষের দীর্ঘ লাইন, ভিড় এবং চিরচেনা গাড়িতে ওঠার ঠেলাঠেলি।
এদিকে বৈশ্বিক মহামারি করোনায় বদলে গেছে জীবনযাত্রার চিত্র। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। তাই করোনা মোকাবিলার পাশাপাশি এখন মন্দা কাটানোর উপায় খুঁজতে ব্যস্ত বিশ্ব। বাংলাদেশেও একই অবস্থা।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক এই মহামারির কারণে অর্থনীতির পাশাপাশি রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটও বদলে যাবে। তবে করোনার প্রভাবে সমাজে যে আচরণগত পরিবর্তন এসেছে, তাতে মানুষের আরও বেশি স্বার্থপর হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা। সংস্কৃতির পালেও নতুন হাওয়া লাগছে, নতুন ধরনের কন্টেন্ট এই খাতের হাল ধরবে বলে মনে করা হচ্ছে।
আই.এ/