

১৬ অগস্ট থেকে ফের জম্মু-কাশ্মীরের বাসিন্দারা 4G ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন বলে জানিয়েছে কেন্দ্র সরকারের সুপ্রিম কোর্ট। উঠিয়ে নেওয়া হবে 4G ইন্টারনেট পরিষেবার ওপর থেকে সব নিষেধাজ্ঞা।
এও জানানো হয়েছে, গোটা জম্মু-কাশ্মীরের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তোলা হবে না। ধাপে ধাপে এক একটি জেলা থেকে তুলে নেওয়া হবে ব্যান। একেক জেলায় নিষেধাজ্ঞা তোলার পর কী প্রতিক্রিয়া হয়, তা দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
২০১৯ সালে অগস্ট মাসে ৩৭০ ধারা বাতিল হওয়ার পরই জম্মু-কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। আশঙ্কা ছিল, ইন্টারনেটেক মাধ্যমে উপত্যকায় ছড়াতে পারে হিংসাত্মক পরিবেশ। তার প্রায় ছয় মাস পরে জানুয়ারি মাসে জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা চালু করার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র সরকার।
তবে শুধুমাত্র কম গতির ২জি পরিষেবা দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল এই কেন্দ্রশাসিত অঞ্চলে। ২জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হলেও শুধুমাত্র ‘হোয়াইটলিস্টেড’ নির্দিষ্ট কয়েকটি সাইটই দেখার অনুমতি পেয়েছিলেন কাশ্মীরবাসী। ছিল না কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকসেস। প্রিপেইড ও পোস্টপেইড উভয় ধরনের সিমেই ইন্টারনেট চালু করার অনুমতি দেওয়া হয়েছিল।
কিন্তু এই পরিষেবা ফের সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ৬ মে, ২০২০ থেকে। কাশ্মীরে হিজবুল মুজাহিদ্দিনের প্রধান রিয়াজ নাইকু-র মৃত্যু পর অশান্তি এড়াতে উপত্যকায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। তবে ১২ মে পুলওয়ামা ও সোপিয়ান জেলা ছাড়া বাকি সব জায়গায় পুনরায় চালু করা হয়েছিল 2G মোবাইল ইন্টারনেট পরিষেবা।
সূত্র: এই সময়, আনন্দবাজার, উত্তরবঙ্গ সংবাদ
আই.এ/