সংবাদ সম্মেলন চলাকালীন হোয়াইট হাউসের বাইরে হঠাৎ গুলি

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২০

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলছিল। স্থানীয় সময় সোমবার এ গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির পরই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন। খবর সিএনএনের

ঘটনার আকস্মিকতায় উপস্থিত সংবাদকর্মীরা কারণ জানতে মরিয়া হয়ে ওঠেন। হোয়াইট হাউসের উত্তর লনে অবস্থান নেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। খানিক বিশৃঙ্খল পরিস্থিতির পর প্রায় দশ মিনিটের মাথায় পোডিয়ামে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট জানান হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ছিলো।

সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে থামিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার হোয়াইট হাউসে করোনা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন শুরুর পরপরই বাইরে গুলির শব্দ শোনা যায়। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের কর্মীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন। পরে পরিস্থিতি শান্ত হলে ফের সংবাদ সম্মেলনে ফিরে আসেন ট্রাম্প এবং উপস্থিত সাংবাদিকদের এ ঘটনা সম্পর্কে জানান।

উল্লেখ্য, ট্রাম্পের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে সিক্রেট সার্ভিসের ধারণা করা এবারই প্রথম নয়। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর গত মে মাসে হোয়াইট হাউসের বাইরে সহিংস বিক্ষোভের সময়ে তাকে একবার সুরক্ষামূলক বাঙ্কারে নিয়ে যাওয়া হয়।

আই.এ/

মন্তব্য করুন