২২ তারিখ দেওবন্দ যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত : উদ্বেগ-উৎকন্ঠা তাবলীগে

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

পাবলিক ভয়েস : তাবলীগের চলমান সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান কী হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পুর্ব প্রক্রিয়া হিসেবে আগামী মঙ্গলবার (২২ জানুয়ারী) ভারতের দেওবন্দ যাচ্ছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

তাবলীগের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত একজন পাবলিক ভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে এ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় সময় পার করছেন তাবলীগ সংশ্লিষ্টরা। কারন এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে এ দেশে তাবলীগ বিষয়ে সিদ্ধান্ত কী হবে।

১৫ জানুয়ারি থেকে ২২ তারিখের মধ্যে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল দেওবন্দ যাওয়ার কথা ছিলো। ভিসা সংক্রান্ত জটিলতা এবং অভ্যন্তরীণ কিছু মতপার্থক্যের কারণে কয়েকবার তারিখ পেছালেও ২২ জানুয়ারি প্রতিনিধি দল দেওবন্দ যাচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : তাবলীগ সংকট; শেষ চেষ্টা হিসেবে দেওবন্দ যাচ্ছেন যারা

সূত্র জানায়, “২২ তারিখ রওয়ানা দিয়ে ২৩ তারিখে দেওবন্দ যাবেন প্রতিনিধি দল সেখানে আলোচনা করে ২৪ তারিখ ফেরার কথা রয়েছে তাদের’

তাবলীগের এই সংকট নিরসনে আলেম ও মাওলানা সা’দের অনুসারীদের মধ্যে মুখোমুখি অবস্থানে সরকার দারুল উলূম দেওবন্দের সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছে। সে লক্ষেই বাংলাদেশের এই প্রতিনিধি দল দেওবন্দে যাচ্ছেন।

আরও পড়ুন : আলেমদের মতামতের ভিত্তিতেই তাবলীগ চলবে: আল্লামা বাবুনগরী

প্রতিনিধি দলে যারা থাকছেন,

১)আনিসুর রহমান, ধর্মমন্ত্রনালয়ের সেক্রেটারি।
২) মনিরুজ্জামান, এডিশনাল ডিআইজি।
৩) আল্লামা মাহমুদুল হাসান, মুহতামিম, যাত্রাবাড়ি মাদরাসা।
৪) মাও. ফরিদ উদ্দিন মাসউদ, ইমাম শোলাকিয়া জামে মসজিদ।
৫) রবিউল হক, আহলে শুরা তাবলীগ জামায়াত।
৬) আশারাফ আলী, মুকিম কাকরাইল মসজিদ।
৭) মাহফুজুল হক। মুহতামিম, জামিয়া রাহমানিয়া যাত্রাবাড়ি।
৮) সাদরুদ্দীন মাকনুন, প্রিন্সিপ্যাল ইকরা মাদরাসা।
৯) ওয়াসিফুল ইসলাম, আহলে শুরা, তাবলীগ জামাত।

নয় জনের এই প্রতিনিধি দল ২২ তারিখে যাচ্ছেন দেওবন্দে।

প্রসঙ্গত : গত কয়েকদিন আগে দেওবন্দে তাবলীগের উভয় পক্ষের কার্যক্রম সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন : দেওবন্দে তাবলীগের উভয় গ্রুপের কার্যক্রম নিষিদ্ধের নির্দেশনা

মন্তব্য করুন