হাসপাতালে অভিযান নয়, ইনকোয়ারি হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

হাসপাতালে আর অভিযান হবে না, শুধু ইনকোয়ারি (অনুসন্ধান) হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে অভিযান বন্ধ হয়েছে, এটা ঠিক নয়। সেখানে অভিযান কেন? হাসপাতালে কোনো অভিযান হবে না, শুধু ইনকোয়ারি (অনুসন্ধান) হবে। অভিযান তো হয় চিটাগাং হিল ট্র্যাক্টসে (পার্বত্যাঞ্চল), যেখানে সন্ত্রাসীদের বসবাস।

তিনি বলেন, হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি হলে সেখানে স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র-এই দুই মন্ত্রণালয় আলোচনা সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেবে। এককভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথাও অভিযান করবে না। আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে, তারপর প্রয়োজনে তাদের নিয়ে সেখানে যাওয়া হবে।

মন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসে মৃত্যুহার ও রোগী দুটোই কমেছে। অধিকাংশ রোগীই বাসায় বসে চিকিৎসা পাচ্ছেন। মূলত বন্যার কারণে ও বাসায় বসে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াতে হাসপাতালে রোগী কম আসছে। শুধু মুমূর্ষু রোগীরাই হাসপাতালে আসছেন।

করোনাভাইরাস টেস্ট কিটের কোনো অভাব নেই জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় আহ্বান করেছি, আপনারা টেস্ট করতে আসুন। তারপরও বন্যাজনিত ও নমুনা পরীক্ষা করতে মানুষের অনীহার কারণে টেস্টের সংখ্যা আগের তুলনায় কিছুটা কমে গেছে।

ভাইরাসটি মোকাবেলায়ও মানুষের মাঝে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, মৃত্যুর হারও ধীরে ধীরে কমে এসেছে। এখন হাসপাতালে না এসে অনেকেই টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করছেন। প্রায় পাঁচ হাজার চিকিৎসক প্রতিদিন হাজার হাজার রোগীকে পরামর্শ দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন