

- বাবরি মসজিদের পবিত্র জায়গায় অপবিত্র মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর করায় বিশ্ব মুসলিমের কলিজায় রক্তক্ষরণ হয়েছে।
- বাবরি মসজিদের স্থানে মন্দিরের ভিত্তিপ্রস্তর করে মসজিদের পবিত্রতা নষ্ট করা হয়েছে। ভারত সরকারের এ কাজ মসজিদের সাথে অবমাননার শামিল।
- বাবরি মসজিদ মুসলমানদের পাঁচশত বছরের ঐতিহ্য। মসজিদের স্থানে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর করে মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে।
- বিশ্বমুসলিম তুরস্কের আয়া সুফিয়া গ্রান্ড মসজিদের মতো বাবরি মসজিদকেও পুনরায় মসজিদে রুপান্তর করবে।
বহুল আলোচিত শহীদ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আজ ৬ ই আগস্ট বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার গায়ের জোরে বাবরি মসজিদের পবিত্র জায়গায় অপবিত্র মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর করায় বিশ্ব মুসলিমের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। মসজিদের জায়গায় মন্দির নির্মাণ মুসলমানরা কখনো মেনে নেবে না। আজ নয় কাল বিশ্বমুসলিম বাবরি মসজিদকে পুনরুদ্ধার করবেই, ইনশাল্লাহ।
আরও পড়ুন : আমরা এবং আমাদের কোনো প্রজন্ম বাবরি মসজিদের ইতিহাস ভুলবো না : ওয়াইসি
তিনি বলেন – আল্লাহ তায়ালার ঘর মসজিদের সাথে এই বেআদবীমূলক আচরণের কারণে মোদি সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে।
হেফাজত মহাসচিব বলেন, মসজিদ আল্লাহ তায়া’লার ঘর, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা। মুসলিম উম্মাহর ইবাদতের পবিত্র স্থান। যেখানে একবার মসজিদ নির্মাণ হয় তা সর্ব সময়ের জন্য মসজিদের হুকুমেই থেকে যায়। সেই জায়গার পবিত্রতা রক্ষা করতে হয়। বাবরি মসজিদের স্থানে মন্দিরের ভিত্তিপ্রস্তর করে মসজিদের পবিত্রতা নষ্ট করা হয়েছে। ভারত সরকারের এ কাজ মসজিদের সাথে অবমাননার শামিল।
আল্লামা বাবুনগরী আরো বলেন, আজ মুসলমানদের পবিত্র স্থানে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর করে মুসলিম উম্মাহর কলিজায় ছুরিকাঘাত করেছে উগ্রবাদী মোদি সরকার। বিশ্বমুসলিম তুরস্কের আয়া সুফিয়া গ্রান্ড মসজিদের মতো বাবরি মসজিদকেও পুনরায় মসজিদে রুপান্তর করবে।
আরও পড়ুন :
বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মান মুসলমানদের হৃদয়ে কুঠারাঘাত : ইসলামী আন্দোলন
বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মানের কঠোর প্রতিবাদ খেলাফত আন্দোলনের
বাবরি মসজিদ স্রেফ একটি মসজিদ নয় উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন- বাবরি মসজিদ মুসলমানদের পাঁচশত বছরের ঐতিহ্য। মসজিদের স্থানে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর করে মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে।ধর্মাচরণের স্বাধীনতার বিষয়টি ভারতের সংবিধানে উল্লেখ থাকলেও বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মান কাজ শুরু করে মুসলমানদের সেই ধর্মীয় স্বাধীনতা হরন করা হয়েছে। মোদির এ কাজ খুদ ভারতের সংবিধান বিরোধী।
পৃথিবীর যে কোন প্রান্তে মসজিদ প্রতিষ্ঠিত হোক না কেন তা বিশ্বের সকল মুসলমানদের। বাবরি মসজিদ ইস্যু স্রেফ ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর সাথে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতির সম্পৃক্ততা বিদ্যমান।তাই ঐতিহাসিক বাবরি মসজিদকে পুনরুদ্ধারে ওআইসি, আরবলীগসহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়া সময়য়ের অপরিহার্য দাবী।
ঘটনাপ্রবাহ : ঐতিহাসিক বাবরি মসজিদ থেকে বিতর্কিত রামমন্দির
আয়াসোফিয়ার মতো বায়তুল মুকাদ্দাস ও বাবরি মসজিদও পুনরুদ্ধার করা হবে: আল্লামা বাবুনগরী
আয়াসোফিয়ার মত বাবরি মসজিদও তার স্বরূপে ফিরে যাবে : মাসুদ আজহার
গুন্ডামি করে মসজিদটা ভেঙে আদালত বলল ওখানে মন্দির হবে
আরএসএস থেকে বিজেপি : হিন্দুত্ববাদের উত্থান ও বাংলাদেশে ইসলাম
ঐতিহাসিক বাবরি মসজিদ: কিছু প্রসঙ্গ কথা
বাবরি মসজিদ-রাম মন্দির মামলার রায়
অযোধ্যায় মসজিদ নির্মাণের ৫টি জায়গা চিহ্নিত
বাবরি মসজিদ ঘটনাপ্রবাহ সম্পর্কে আরও পড়ুন
বাবরি মসজিদ : শাহাদাতের ২৬ বছর
আমরা বাবরি মসজিদ ফেরত চাই: আসাদুদ্দিন ওয়াইসি
বাবরি মসজিদ মামলার রায় : যা বললেন মাহমুদ মাদানী
বাবরী মসজিদ রায় পুনর্বিবেচনার আবেদন জমিয়তে উলেমায়ে হিন্দের
বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্কের ইতিহাস
বাবরি মসজিদ মামলার রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা
বাবরি মসজিদ মামলার বিচারককে পুরস্কৃত করলো ভারত সরকার
বাবরি মসজিদ মামলার রায়ের বিরুদ্ধে করা সব পিটিশন খারিজ
বাবরি মসজিদ রায়ের বিরুদ্ধে আপিল করবেন ভারতের ৪৮ বুদ্ধিজীবী
বাবরি মসজিদের রায় নিয়ে পোস্ট করায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা
বাবরি মসজিদ মামলার রায় বাতিল চায় ইসলামী আন্দোলনের
বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি : আল্লামা বাবুনগরী
বাবরি মসজিদ নিয়ে এই রায় মানবে না মুসলিম বিশ্ব: ইশা ছাত্র আন্দোলন