বিশ্ব শান্তির সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসী মার্কিন সরকার!

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে দুর্বৃত্ত সরকারে পরিণত হয়েছে।

তিনি রাশিয়ার স্পুতনিক সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন সরকার আইন লঙ্ঘনকারী ও দুর্বৃত্ত সরকারে পরিণত হয়েছে এবং বিশ্ব সমাজ এখন এটা বুঝতে পারছে যে মার্কিন সরকার নির্ভরযোগ্য শরিক বা পার্টনার নয়।

মার্কিন সরকারগুলো, বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে মার্কিন সরকার আন্তর্জাতিক আইন, চুক্তি ও অঙ্গীকারগুলোকে পদদলনের প্রতীকে পরিণত হয়েছে। একের পর এক নানা আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে এসেছেন ট্রাম্প। এক্ষেত্রে ট্রাম্পের সর্ব-সাম্প্রতিক হঠকারিতা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসা। বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ট্রাম্প ওই পদক্ষেপ নেন। এভাবে মার্কিন সরকার ক্রমেই আন্তর্জাতিক আইন, বহুমুখী বিশ্ব-ব্যবস্থা ও বিশ্ব সমাজ এবং এমনকি নিজ রাষ্ট্রের জনগণের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফের মতে বিশ্ব-ব্যবস্থায় এখন যা সবচেয়ে বেশি জরুরি তা হল বহুমেরুকেন্দ্রিকতা ও আইনের রাজত্ব। যেমন, করোনাভাইরাস মোকাবেলার জন্য বিশ্ব-স্বাস্থ্য সংস্থার আওতায় বিশ্ব-সমাজের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় খুব জরুরি। কিন্তু এ অবস্থায় বিশ্ব-স্বাস্থ্য সংস্থা বা হু থেকে বেরিয়ে গিয়ে মার্কিন সরকার বিশ্ব সমাজের ও এমনকি নিজ জনগণেরও ক্ষতি করছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের প্রধান ন্যান্সি পেলোসি বলেছেন, কোটি কোটি মানুষের জন্য বিপদ সৃষ্টিকারী করোনাকে ঘায়েল করার বিশ্ব সমাজের প্রচেষ্টাকে অচল করার চেষ্টা করছেন ট্রাম্প!

পশ্চিম এশিয়ায় সন্ত্রাস-বিরোধী যুদ্ধের কিংবদন্তীতুল্য সফল নায়ক জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের রাষ্ট্রীয় মেহমান থাকা অবস্থায় সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের জঘন্যতম দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ইরাক, আফগানিস্তান ও সিরিয়াসহ বিশ্বের নানা অঞ্চলে বহু ধরনের সন্ত্রাস ও লুণ্ঠন এবং ইসরাইলি সন্ত্রাস ও জবরদখল জোরদারেরও প্রধান মদদদাতা হচ্ছে মার্কিন সরকার।

এভাবে মার্কিন সরকার গোটা বিশ্বের অশান্তি, সংকট ও নিরাপত্তাহীনতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন