ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই: দুলু

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, করোনা মোকাবিলায় শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। একদিকে ব্যর্থতা আর সমন্বয়হীনতা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। তারসঙ্গে আছে দুর্নীতি-লুটপাট।

এ প্রক্রিয়ায় গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা ছাড়াও অন্য কোনও রোগী চিকিৎসা পাচ্ছেন না। বিশ্ব গণমাধ্যমে করোনার ফলাফল জালিয়াতির বিষয়টি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ ব্যর্থতার দায় নিয়ে শুধু স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক নয়, ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই।’

বুধবার সকালে শহরের আলাইপুরে বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের আয়োজিত ভার্চুয়াল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভপিতত্বে আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম রাব্বানী, বিএনপি নেতা জিল্লুর রহমান বাবুল চৌধুরী, আনিসুর রহমান আনিস প্রমুখ।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন